নিজস্ব প্রতিবেদন : ভোট ঘোষণা হতেই কমিশনের তরফ থেকে রাজ্য পুলিশের রদবদল শুরু করে দেওয়া হল। ২৪ ঘন্টা পার হতে না হতেই এই পদক্ষেপ নিলো নির্বাচন কমিশন। আর যেভাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল।
নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য পুলিশের ADG আইনশৃঙ্খলা পদ থেকে জাভেদ শামিমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার। আর ওই পদে আনা হলো দমকলের ডিজি জগমোহনকে। অন্যদিকে জাভেদ শামীমকে পাঠানো হয়েছে দমকল বিভাগে। কয়েকদিন আগেই রাজ্য সরকারের তরফ থেকে এই পদে জ্ঞানবন্ত সিং-এর জায়গায় আনা হয়েছিল জাভেদ শামিমকে৷ ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর।
[aaroporuntag]
রাজ্যের নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর আইন-শৃঙ্খলা সহ রাজ্যের পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ চলে যায় নির্বাচন কমিশনের হাতে। যে কারণে নির্বাচন ঘোষণা হওয়ার পর এই রদবদলের সম্ভাবনা ছিলই। আর সেই সম্ভাবনাকে সত্যি করে তার বাস্তবায়ন দেখা গেল মাত্র ২৪ ঘন্টার মধ্যেই।