নিজস্ব প্রতিবেদন : গত শনিবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে মুখ্য নির্বাচন কমিশন। ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই জারি হয়ে গিয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট (MCC)। অর্থাৎ ভোট পর্ব যতদিন না মিটছে ততদিন দেশের তথা প্রতিটি রাজ্যের নিয়ম-শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের (Election Commission) হাতে।
মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পরই দেখা যায় বিভিন্ন উচ্চপদে এক আধিকারিকদের জায়গায় অন্য কোন আধিকারিককে বসানো হয়। এমন ধারাবাহিকতা প্রতিবছরই হয়ে আসছে। আর এবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পরই পশ্চিমবঙ্গের ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হলো রাজীব কুমারকে (Rajeev Kumar)। নির্বাচন কমিশনের তরফ থেকে রাজীব কুমারের জায়গায় বসানো হয়েছে বিবেক সহায়কে (Vivek Sahay)।
নির্বাচন কমিশনের তরফ থেকে রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের থেকে বিকল্প অফিসারদের নাম চাওয়া হয়েছিল। সোমবার বিকাল ৫টা পর্যন্ত প্রস্তাব পাঠানোর জন্য যে নির্ধারিত সময় বেঁধে যাওয়া হয়েছিল তার মধ্যেই রাজ্যের তরফ থেকে তিনজনের নাম প্রস্তাব আকারে পাঠানো হয়েছিল। এই তিনজনের তালিকায় প্রথমেই ছিল বিবেক সহায়ের নাম। আর তালিকায় থাকা প্রথম নাম হিসাবে বিবেক সহায়কেই নতুন ডিজি করল কমিশন। এখন প্রশ্ন হলো নতুন এই ডিজি বিবেক সহায় কে?
আরও পড়ুন ? Shashi Tharoor: কথায় কথায় ইংরেজি, কত নম্বর পেয়েছিলেন শশী থারুর, মার্কশিট দেখলে আপনিও লজ্জা পাবেন
২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামে গিয়েছিলেন এবং আহত হয়েছিলেন সেই সময় কিন্তু এই বিবেক সহায়ই ছিলেন তার প্রধান নিরাপত্তা উপদেষ্টা। তিনি ১৯৮৮ ব্যাচের একজন আইপিএস অফিসার। রাজ্য সরকারের তরফ থেকে গত নভেম্বর মাসেই তাকে ডিজি (হোমগার্ড) পদে নিয়োগ করেছিল। তার আগে তিনি ছিলেন ডিজি প্রভিশনিং পদে।
বিবেক সহায়ের পুলিশের একাধিক উচ্চ পদের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে। বিজি হোম গার্ড পদে নিয়োগ হওয়ার আগে তিনি দায়িত্ব সামলেছেন ডিরেক্টর অফ সিকিউরিটিজের। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে যখন আহত হয়েছিলেন সেই সময় বিবেক সহায়কে কমিশন সরিয়ে দিয়েছিলেন। তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফের ফিরিয়ে এনেছিলেন। কিন্তু এরপর আবার যখন ২০২২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে ছিলেন তখনো ডিরেক্টর অফ সিকিউরিটি পদে ছিলেন বিবেক সহায় এবং তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।