এবার বাড়িতে বসেই অনলাইনে ডাউনলোড করা যাবে ডিজিটাল Voter ID Card

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : Aadhaar কার্ড থেকে PAN কার্ড, সবই এখন ডিজিটাল। বাদ রয়েছে কেবল Voter ID Card। এবার এই অসম্পূর্ণতাকেও সম্পূর্ণ করতে চলেছে নির্বাচন কমিশন। অর্থাৎ এবার বাড়িতে বসেই অনলাইনে Aadhaar কার্ড, PAN কার্ডের মত ডাউনলোড করা যাবে ভোটার আইডি কার্ডও। নতুন এই ব্যবস্থাপনা আনতে চলেছে নির্বাচন কমিশন। আগামী ২৫ শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসেই এই ব্যবস্থাপনা শুরু করা হবে।

Advertisements

Advertisements

ই-ভোটার কার্ড আনার বিষয়ে শনিবার নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়। এই ই-ভোটার কার্ড ব্যবস্থা চালু হলে ভোটার আইডি কার্ড হারিয়ে যাওয়া অথবা হাতে না পাওয়ার ক্ষেত্রে যেভাবে নাগরিকদের হয়রানির সম্মুখীন হতে হতো তা আর হতে হবে না। ই-ইপিক বা ইলেকট্রনিক ইলেকটোরাল ফোটো আইডেন্টিটি কার্ড অনলাইন থেকে পাওয়া যাবে পিডিএফ আকারে। যাতে ভোটার আইডি কার্ডের মতই ছবি, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর থাকবে। পাশাপাশি সংযুক্ত হবে একটি QR কোড। যা স্ক্যান করলেই যাবতীয় তথ্য পাওয়া যাবে।

Advertisements

নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আপাতত দুই দফায় এই অনলাইনে ই-ভোটার কার্ড ডাউনলোড ব্যবস্থা আনা হচ্ছে। প্রথম দফায় যে সকল নতুন ভোটার ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছেন তারা তাদের ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন মোবাইল নম্বরের সাহায্যে। প্রথম দফার কাজ চলবে ২৫ শে জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত।

দ্বিতীয় দফার কাজ শুরু হবে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে। এই দ্বিতীয় দফায় সাধারণ ভোটাররা তাদের নিজেদের মোবাইল নম্বর দিয়ে ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। আর এই দ্বিতীয় দফার ক্ষেত্রে নির্দিষ্ট কোন সময়সীমা রয়েছে কিনা তা জানা যায়নি।

অনলাইনে নিজেদের ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য নতুন ভোটার অথবা সাধারণ ভোটারদের লগইন করতে হবে https://voterportal.eci.gov.in/ ওয়েবসাইটে। যেখানে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর, ইমেল আইডি অথবা ভোটার আইডি কার্ডের নম্বর যেকোনো একটি দিয়ে লগইন করতে পারবেন। পরবর্তীতে সমস্ত বিবরণ দেখাবে এবং ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করার অপশন দেওয়া হবে।

Advertisements