ভোটার তালিকা সংশোধনের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাতে আর মাত্র কয়েকটা মাস, তারপরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলো রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হল ভোটার তালিকা সংশোধনের দিনক্ষণ।

Advertisements

Advertisements

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সোমবার নির্বাচনের প্রস্তুতি হিসাবে একটি সর্বদলীয় বৈঠক করেন রাজ্যের প্রতিটি দলের প্রতিনিধিদের নিয়ে। আর এরপরই তিনি ভোটার তালিকা সংশোধন এবং চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ জানান। পাশাপাশি তিনি জানান বর্তমান করোনাকালে ভিড় এড়ানোর ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।

Advertisements

রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার তালিকা সংশোধন এবং চূড়ান্ত তালিকা প্রকাশ সম্পর্কে যে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে তা হলো, ১৮ নভেম্বর প্রকাশিত হবে ভোটার তালিকা খসড়া। এরপর ১৫ ই ডিসেম্বর পর্যন্ত চলবে নাম তোলা, বাদ দেওয়া সহ সমস্ত রকম সংশোধনের কাজ। এগুলি হয়ে যাওয়ার পর আগামী বছর ১৫ ই জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। ঐদিন প্রকাশিত হওয়া ভোটার তালিকায় যে সকল ব্যক্তিদের নাম থাকবে তারাই একুশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

Advertisements