বদলে গেল ভোটার তালিকায় নাম তোলার বয়সের সীমা, ঘোষণা কমিশনের

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে ভোটার কার্ড কেবলমাত্র ভোটদানের ক্ষেত্রেই ব্যবহার হয় এমন নয়। ভোটার আইডি কার্ড একজন ভারতীয় নাগরিকের কাছে নিজের গণতান্ত্রিক অধিকার প্রদানের জন্য যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হিসাবে।

বর্তমানে বহু ক্ষেত্রেই ভোটার আইডি কার্ডের এই জায়গা আধার কার্ড বা আধার নম্বর অধিকার করে নিলেও ভোটার কার্ডের গুরুত্ব এখনো অপরিসীম। এবার এই ভোটার তালিকায় নাম নথিভূক্ত করার ক্ষেত্রে বয়সের সীমার বদল ঘটলো। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সম্প্রতি এমনটাই ঘোষণা করা হয়েছে।

সংবিধান অনুসারে এযাবৎ ভোটাধিকার বা ভোটার তালিকায় নাম নথিভূক্ত করার ক্ষেত্রে ন্যূনতম ১৮ বছর বয়স হতে হতো। কিন্তু একটি বিবৃতিতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, “১৭ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য অগ্রিম আবেদন করতে পারে। এবং আগে যোগ্যতার মাপকাঠি অনুযায়ী ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ বছর হতে হবে না”।

এই পদক্ষেপ নেওয়ার পরিপ্রেক্ষিতে মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে প্রতিটি রাজ্যের সিইও/ইআরও/এইআরও-দের প্রযুক্তিগত আপডেট করার নির্দেশ দিয়েছেন। দেশের যুবসমাজ যাতে অগ্রিম ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন তারই পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৭ বছর হওয়ার পর আবেদন করার পরিপ্রেক্ষিতে প্রতি ত্রৈমাসিকে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হবে। যে ত্রৈমাসিকে আবেদনকারীর বয়স ১৮ বছর হয়ে যাবে সেই ত্রৈমাসিকেই ওই আবেদনকারীর নাম নথিভূক্ত হয়ে যাবে ভোটার তালিকায়।