করোনাকালে ভোটের সময় মেনে চলতে হবে একাধিক বিধিনিষেধ, জারি হলো নির্দেশিকা

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেখতে দেখতে এই সংখ্যাটা পেরিয়ে গেছে ২৯ লক্ষ। মৃতের সংখ্যাও ৫৫ হাজারের কাছাকাছি। তবে এই করোনা আবহে রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। বিহারের বিধানসভা নির্বাচন ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে বেশ কয়েকটি উপনির্বাচন। যে কারণে এই পরিস্থিতিতে কীভাবে এই নির্বাচনগুলি করা যায় তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। অবশেষে শুক্রবার নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক বিধি-নিষেধ সহ গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হলো।

Advertisements

চলুন দেখে নেওয়া যাক নির্বাচন কমিশন কর্তৃক জারি করা বিধিনিষেধের নির্দেশিকা

Advertisements

Advertisements

 

১) নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে করোনা আক্রান্ত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও ৮০ বছরের উর্ধ্বে ব্যক্তিরাও ভোটে অংশগ্রহণ করতে পারবেন। তারা ভোট দেবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। এছাড়াও শারীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রেও পোস্টাল ব্যালটের ব্যবস্থা করতে হবে।

২) ভোট কেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে ভোটদান অথবা অন্যান্য কার্যকলাপের ক্ষেত্রে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।

৩) ভোটকেন্দ্রে প্রবেশের আগে থার্মাল স্ক্রীনিং বাধ্যতামূলক। কারোর গায়ে তাপমাত্রা বেশি থাকলে পুনরায় ঘন্টাখানেক পর তার গায়ের তাপমাত্রা মাপা হবে। সেক্ষেত্রেও যদি একই ফলাফল বের হয় তাহলে সবার শেষে তাকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হবে।

৪) স্যানিটাইজার, সাবান ও জল পর্যাপ্ত রাখতে হবে ভোটদান কেন্দ্রগুলিতে।

৫) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুসারে ভোট দানের সময় অথবা ভোট দান সম্পর্কিত যেকোনো কার্যকলাপের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

৬) রাজনৈতিক নেতাদের প্রচারে বাড়ি বাড়ি যাওয়ার ক্ষেত্রে বেশকিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সে ক্ষেত্রে বলা হয়েছে ৫ জনের বেশি যেন বাড়ি বাড়ি প্রচার না যাওয়া হয়।

৭) রোড শোয়ের ক্ষেত্রে ৫টির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুসারে সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।

 

৮) ভোটে অংশগ্রহণকারী প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। তবে কোনো প্রার্থী যদি সশরীরে মনোনয়নপত্র জমা দিতে চান সে ক্ষেত্রে তার সাথে সর্বোচ্চ দুজন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থাকতে পারবেন।

৯) ভোটগ্রহণের দিন ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময় প্রতিটি ভোটারকে হাতে গ্লাভস পড়তে হবে। গ্লাভস সরবরাহ করা হবে ভোটদান কেন্দ্রে।

১০) এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে জেলা, রাজ্য এবং প্রতিটি নির্বাচনী ক্ষেত্রে আলাদা আলাদা নোডাল অফিসার নিয়োগ করতে হবে।

Advertisements