সপ্তম দফায় মোতায়েন হচ্ছে ৭৯৬ কোম্পানি বাহিনী, আপনার কেন্দ্রে কত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাংলা বিধানসভা নির্বাচনের অষ্টম দফার মধ্যে সপ্তম দফা ভোটগ্রহণ আসন্ন। আগামী সোমবার অর্থাৎ ২৬ এপ্রিল এই সপ্তম দফা ভোট গ্রহণ রয়েছে। ভোটগ্রহণ হবে মালদা ও মুর্শিদাবাদের একাংশে, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ দিনাজপুরে। মোট ভোট কেন্দ্র অর্থাৎ বিধানসভা রয়েছে ৩৪টি। আর এই সপ্তম দফায় কমিশনের তরফ থেকে ৭৯৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।

Advertisements

Advertisements

সপ্তম দফায় অতিস্পর্শকাতর বিধানসভা কেন্দ্র

Advertisements

প্রত্যেক দফার মত সপ্তম দফা নির্বাচনেও কমিশনের তরফ থেকে একাধিক বিধানসভা কেন্দ্রকে অতিস্পর্শকাতর বিধানসভা কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেগুলি হল মালদহের হাবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া। মুর্শিদাবাদের ফারাক্কা, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘী, লালগোলা, ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম। পশ্চিম বর্ধমানের দূর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বরাবনি এবং দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, তপন। এছাড়াও কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ দিনাজপুরের কয়েকটি আসন বাদে বাকি প্রতিটি আসুন স্পর্শকাতর চিহ্নিত করে কমিশন এগোচ্ছে।

বাহিনী বিন্যাস

[aaroporuntag]
কমিশনের তরফ থেকে যে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে তার মধ্যে ৬৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বুথ সুরক্ষায়। এই ৬৫৩ কোম্পানির মধ্যে আসানসোল দূর্গাপুরে মোতায়েন করা হবে ১৫৪ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে মোতায়েন করা হচ্ছে ১০৮ কোম্পানি, জঙ্গিপুরে মোতায়েন হচ্ছে ১০২ কোম্পানি, কলকাতা দক্ষিণের ৪টি কেন্দ্রের দায়িত্বে থাকবে ৬৩ কোম্পানি, মালদায় মোতায়েন করা হচ্ছে ১২২ কোম্পানি, মুর্শিদাবাদে মোতায়েন করা হচ্ছে ১০২ কোম্পানি এবং রায়গঞ্জে ২ কোম্পানি মোতায়েন করা হচ্ছে।

Advertisements