Electric Bikes: এবার হবে সমোগোত্রীয় লড়াই, ইলেকট্রিক স্কুটারের সাথে সরাসরি প্রতিযোগিতায় নামছে ইলেকট্রিক বাইক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Electric Bikes: এবার হবে সমোগোত্রীও লড়াই, ইলেকট্রিক স্কুটারের সাথে সরাসরি প্রতিযোগিতায় নামছে ইলেকট্রিক বাইক। খরচ কমাতে এবং পরিবেশকে দূষণমুক্ত রাখতে বর্তমানে ইলেকট্রিক গাড়ির চাহিদা এবং বিক্রি দুটোই অনেকটাই বেড়েছে। পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির তুলনায় ইলেকট্রিক গাড়ির যে কোন মডেল অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে। গাড়ির বাজারে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হয়েছে বহুদিন হল। এবার পালা ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করার। ইলেকট্রিক বাইক (Electric Bike) লঞ্চ করার ক্ষেত্রে গাড়ি প্রস্তুতকারক একাধিক সংস্থার তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

Advertisements

যে সমস্ত গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি ইলেকট্রিক বাইক (Electric Bikes) তৈরি করার চেষ্টা করছে তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো রিভল্ট মোটরস। তথ্যসূত্রে জানা গেছে, খুব শীঘ্রই এই সংস্থা একটি ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে। অপেক্ষা আর মাত্র দু-তিন দিনের। ১৭ই সেপ্টেম্বর ২০২৪ এই লঞ্চ হতে পারে এই ইলেকট্রিক বাইকটি। যদিও সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কথা বলা হয়নি। আদৌ এই তথ্য কতটা সত্য সে বিষয়ে মুখ খোলেনি কর্তৃপক্ষ।

Advertisements

রিভল্ট মোটরস ভারতবর্ষে ব্যবসা করছে বহুদিন হয়ে গেল। সংস্থার পক্ষ থেকে একাধিক জনপ্রিয় মোটরসাইকেল বাজারে লঞ্চ করা হয়েছে। কিন্তু বেশ কিছুদিন হল এই সংস্থার পক্ষ থেকে কোন নতুন গাড়ি লঞ্চ করা হয়নি। তাই নতুন গাড়ি লঞ্চ করা নিয়ে আলোচনা চলছিল অনেকদিন ধরেই। সম্প্রতি জানা গেছে নতুন একটি ইলেকট্রিক বাইক (Electric Bikes) লঞ্চ করতে চলেছে এই সংস্থা। সংস্থা এ বিষয়ে এখনও পর্যন্ত কোন তথ্য না দিলেও গাড়ি প্রেমীদের মধ্যে এই নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

Advertisements

আরো পড়ুন: দাম কমবে ইলেকট্রিক ভেহিকেলসের, পেট্রোল ডিজেল চালিত গাড়ির দামে বিক্রি হবে ইভিও

সংস্থার পক্ষ থেকে আরভি ৪০০ নামক দুটি মডেল ভারতীয় বাজারে বিক্রি করা চালু করা হয়েছে। এর মধ্যে আরভি ৪০০ সংস্থার টপ মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই গাড়িটি ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। গাড়িতে একটি ৩ কিলোওয়ার আওয়ার যুক্ত ব্যাটারি বসানো হয়েছে। নতুন যে ইলেকট্রিক বাইকটি (Electric Bikes) লঞ্চ করা হতে চলেছে তাতে আরও উন্নত মানের ব্যাটারি এবং মটর বসানো থাকবে বলেই জানা গেছে। অতএব খুব স্বাভাবিকভাবেই রেঞ্জের দিক থেকেও গাড়িটি আরো উন্নত হবে। তবে আরভি ৪০০ র মতন রিমুভেবল ব্যাটারি থাকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা।

শুধুমাত্র রিভল্ট মোটরস নয়, আরো একাধিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা ই বাইক (Electric Bikes) নিয়ে আসতে চলেছে গাড়ির বাজারে। ইলেকট্রিক স্কুটারের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে ইলেকট্রিক বাইকের বাজারও। ভবিষ্যতে আরো অসংখ্য ইলেকট্রিক বাইক বাজারে আছে চলেছে এমনটাই দাবি করছে বিশেষজ্ঞরা। খুব শীঘ্রই হয়তো রিভল্ট মোটরস ছাড়াও আরো একাধিক সংস্থার পক্ষ থেকে ই বাইক লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে জায়গা করে নিতে পারে ওবেন রোর এবং আল্ট্রাভায়োলেট এফ ৭৭ ম্যাচ ২।

Advertisements