Electricity Bill of AC: প্রতিদিন ৮ ঘণ্টা চললে দেড় টন এসিতে কত আসবে বিল! রইল সহজ হিসেব-নিকেশ

Prosun Kanti Das

Published on:

Advertisements

The electricity bill for 1.5 ton AC if it runs for 8 hours every day: বাংলা নববর্ষ শুরু হতে না হতেই পড়েছে জাঁকিয়ে গরম। কাজ থাকলেও জ্বলন্ত রোদের ভয়ে বের হতে পারছে না সাধারণ মানুষ। এই অস্বস্তিকর গরমে হাঁসফাসিয়ে মরছে সাধারণ নাগরিক। ফলে সেই গরম থেকে মুক্তি পেতে প্রায় প্রতি বাড়ির মালিকরাই ঘরে এসি লাগাচ্ছেন। তবে তা ভিন্ন ওজনের। সেই ওজন অনুযায়ী চলন্ত এসির বিদ্যুৎ খরচও ভিন্ন। তবে কখনো কি হিসেব করে দেখেছেন ঘন্টা অনুযায়ী এসি চালিয়ে কত বিদ্যুৎ খরচ (Electricity Bill of AC) করছেন? আজকের এই প্রতিবেদনে সেই বিষয়েই হিসেব-নিকেশ দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

প্রসঙ্গত, এসির ওজন ঘর অনুযায়ী নির্ভর হয়। অর্থাৎ যেমন ঘরের আকার হয় সেই অনুযায়ী এসি কেনা হয়। তবে বর্তমানে অনেকেই দেড় টন ওজনের এসি কেনেন। কিন্তু বেশি পরিমাণ বিদ্যুৎ খরচের ভয়ে অনেকেই এসি সারারাত চালান না। তাই আজকের এই প্রবন্ধে Inverter technology- র ১.৫ টনের LG AC কত ঘন্টা চালালে কত বিদ্যুৎ বিল আসে তার হিসেব-নিকেশ (Electricity Bill of AC) বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে কোন ধরনের এসি লাগালে বিদ্যুৎ খরচ কম হয়।

Advertisements

এখানে Inverter technology- র ১.৫ টনের LG AC ৮ ঘন্টা চালানোর হিসেব দেওয়া হইল। ৮০% এনার্জি কনজিউম অপশনে প্রথম ১ ঘন্টা চালালে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। তারপর ৪ ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হয় ৫০০ ওয়াটের মত। পরবর্তীতে ৩ ঘন্টায় বিদ্যুৎ খরচ হয় ২০০ ওয়াটের মতো। সেই অনুযায়ী হিসেব বলছে ৮ ঘন্টা দেড় টনের এলজি এসি চললে বিদ্যুৎ খরচ হয় ৩.৩ থেকে ৪ ইউনিট। তবে অবশ্যই এই বিদ্যুৎ খরচ নির্ভর করে বাইরের তাপমাত্রার উপর। ফলস্বরূপ এই প্রবন্ধে তাপমাত্রা অনুযায়ী একটি গড় হিসাব দেওয়া হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? AC vs Fan Benefit: এসি আর ফ্যান একসঙ্গে চালানো নিয়ে নানা মত! কোনটি সুবিধা, কোনটি বাঁচায় বিদ্যুৎ খরচ

তবে অপরদিকে যদি পুরোনো এসি কেনেন এক্ষেত্রে বিদ্যুৎ খরচ বৃদ্ধি পাবে। গড় হিসেব অনুযায়ী পুরোনো এসি ৮ ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হতে পারে প্রায় ২০০০-২৫০০ মেগাওয়াট। যার ইউনিট খরচ হতে পারে প্রায় ২০ ইউনিট। অর্থাৎ পুরোনো এসির তুলনায় লেটেস্ট অর্থাৎ নতুন এসির বিদ্যুৎ খরচ অনেকটাই কম।

ফলস্বরূপ আপনি যদি বাড়িতে এসি চালান তাহলে ৮ ঘন্টা হিসেবে দিন প্রতি ৪-৫ ইউনিট বিদ্যুৎ খরচের হিসেব (Electricity Bill of AC) করতে পারেন। তাহলে বুঝতে পারবেন শুধু এসি চালানোতে কত পরিমাণ বিদ্যুৎ বিল আসছে।

Advertisements