লাগবে না ইন্টারনেট, এই পদ্ধতিতে কিপ্যাড ফোনেও করা যাবে ইলেকট্রিক বিল পেমেন্ট

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে বিপুল সংখ্যক মানুষের হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন। স্মার্টফোন পৌঁছে যাওয়ার পাশাপাশি তাদের ফোনে এখন রয়েছে ইন্টারনেট। তবে এখনো পর্যন্ত দেশের বড় সংখ্যার মানুষের হাতে স্মার্টফোন এবং ইন্টারনেট পৌঁছায়নি।

অন্যদিকে মোবাইল রিচার্জ থেকে শুরু করে ইলেকট্রিক বিল সহ বিভিন্ন বিল পেমেন্ট করার ক্ষেত্রে লাইনে দাঁড়ানোর পরিবর্তে বাড়িতে বসেই বহু মানুষকে পেমেন্ট করতে দেখা যাচ্ছে। এক্ষেত্রে যারা ইন্টারনেট ব্যবহার করেন না তারা এইরকম আরামদায়ক পরিষেবা থেকে এযাবৎ বঞ্চিত ছিলেন। কিন্তু তাদের কথা মাথায় রেখে এমন এক পরিষেবা আনা হয়েছে যাতে করে ইন্টারনেট না থাকলেও হবে এমনকি কিপ্যাড মোবাইল থেকেও ইলেকট্রিক বিল সহ মোবাইল রিচার্জ এবং অন্যান্য পরিষেবা উপভোগ করা যাবে।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এই পরিষেবা নিয়ে এসেছে এবং যার নাম দেওয়া হয়েছে 123PAY। এর মাধ্যমে কিপ্যাড ফোন থেকেও ব্যবহারকারীরা সমস্ত ধরনের আর্থিক লেনদেন করতে পারবেন যেগুলি অনলাইনে করা যায়। এই পরিষেবার ফলে এখন ইন্টারনেট না থাকলেও বাড়িতে বসে এমনকি বয়স্ক মানুষেরাও ইলেকট্রিক বিল সহ বিভিন্ন পরিষেবার জন্য বিল পেমেন্ট করতে পারবেন।

এই পরিষেবা পেতে হলে 080 4516 3666 / 6366 200 200 / 080 4516 3581 তিনটি নম্বরের মধ্যে যেকোনো একটি নম্বরে ডায়াল করতে হবে। এরপর ভাষা বেছে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে এবং ডেবিট কার্ড নম্বর ও অন্যান্য তথ্য প্রদান করে পিন সেট করতে হবে। এটি আসলে IVR মারফৎ UPI পরিষেবা।

সমস্ত রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর বিল পেমেন্ট পড়ার সময় পুনরায় ওই তিনটি নম্বরের মধ্যে যেকোনো একটি নম্বরে ডায়াল করতে হবে এবং ডায়াল করার পর বেছে নিতে হবে কোন পরিষেবা উপভোগ করতে চান। অর্থাৎ মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট অথবা অন্য কিছু। ইলেকট্রিক বিল পেমেন্ট অপশন বেছে নেওয়ার পর কনজ্যুমার নম্বর দিতে হবে এবং দিলের অ্যামাউন্ট জানানো হবে। এরপরই আপনি নিজের পিন দিয়ে বিল পেমেন্ট করতে পারবেন।