নিজস্ব প্রতিবেদন : বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় সত্যি হলো। আগামী কয়েক মাসের মধ্যেই বিদ্যুতের দাম বাড়তে চলেছে। কলকাতায় এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং।
বিদেশ থেকে কয়লা নিয়ে আসা এবং সেই কয়লা ব্লেন্ডিং করার ক্ষেত্রে খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই খরচ বৃদ্ধি পাওয়ার ফলেই এবার বিদ্যুতের দাম বাড়তে চলেছে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং। বৃহস্পতিবার সায়েন্স সিটিতে ডিভিসির একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে এসেছিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং।
ডিভিসির এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং জানান, ইউনিট প্রতি ৬০ পয়সা থেকে ৭০ পয়সা বৃদ্ধি পেতে চলেছে বিদ্যুতের দাম। বিদ্যুতের দাম এই বিপুল পরিমাণ বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই তা মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির উপর আলাদাভাবে চাপ সৃষ্টি করবে।
এমনিতেই চলতি বছর জানুয়ারি মাসে কলকাতায় বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারিতে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে অন্ততপক্ষে ইউনিট প্রতি ৩০ পয়সা। জানুয়ারিতে যে বিদ্যুতের ইউনিটের দাম ছিল ৪ টাকা ৮৯ পয়সা, সেই জায়গায় সেই দাম বেড়ে ফেব্রুয়ারি মাসে হয় ইউনিট প্রতি ৫ টাকা ১৮ পয়সা। ২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দামে এই পরিবর্তন করা হয়।
অন্যদিকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচের ক্ষেত্রে জানুয়ারি মাসে ইউনিট প্রতি যে দাম ধরা হতো তা বেড়ে ৮ টাকা ৮২ পয়সা থেকে ফেব্রুয়ারি মাসে দাঁড়ায় ৯ টাকা ২১ পয়সা। সিইএসইর তরফ থেকে এই দাম বৃদ্ধি করার পর নতুন করে দাম বৃদ্ধির যে কথা শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির কাছে।