হাতিরও রয়েছে মোবাইলের নেশা, ভিডিও না দেখলে বিশ্বাস হবে না

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে যুগ এমন জায়গায় এসে পৌঁছেছে যে মোবাইল ছাড়া কারোর এক মুহূর্ত চলে না। সে বড় মানুষ ও অথবা ছোট। মোবাইল মানুষের কাছে এতটাই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে যে তা জীবনের সঙ্গে অবিচ্ছদ্ধ ভাবে জড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত স্মার্টফোনে বুঁদ হয়ে থাকার অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়া, গেম সহ বিনোদনের বিভিন্ন রসদ।

Advertisements

মানুষের উপর মোবাইলের একটি নেশা তৈরি হয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। এমনও পরিস্থিতি দেখা যায় যে, আধঘন্টা মোবাইল ছেড়ে থাকতে পারেন না এমন অনেকে রয়েছেন। তবে মানুষের মতোই মোবাইল দেখার নেশা হাতিরও রয়েছে। অনেকেই এমনটা বিশ্বাস করতে পারবেন না যদি তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি না দেখেন।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে মানুষের মতো একটি হাতিকেও মোবাইল দেখতে। আসলে তার মাহুত তার সামনে বসে মোবাইল দেখছিলেন। তার মাহুত যখন মোবাইল দেখছিলেন সেই সময় হাতিটিও মাথা নামিয়ে ওই মোবাইলের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে মোবাইল দেখতে ব্যস্ত ছিল।

Advertisements

ভাইরাল হওয়া ওই ভিডিওটি আসলে তামিলনাড়ুর। যেখানে হাতিদের সঙ্গে মানুষের আলাদা এক সম্পর্ক থাকে। সেখানে হাতিদের বাড়িতে পোষা হয়ে থাকে এবং তাদের পেশাগত ভাবে বিভিন্ন কাজে লাগানো হয়। তামিলনাড়ুর এই ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আলাদাভাবে ঝড় তুলে দিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, তামিলনাড়ুর কুম্বাকোনাম কুম্বেশ্বরর মন্দিরের সামনে বসে রয়েছেন মাহুত এবং তিনি মোবাইলে মশগুল। ঠিক তার পিছনেই রয়েছে হাতিটি। সে পিছন থেকেই তার মাহুতের মোবাইলে নজর রেখেছে। বড় বড় চোখ করে ওই মোবাইলে দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে দেখা যায় হাতিটিকে।

Advertisements