Elon Musk TATA Deal completed before Tesla coming to India: খুব শীঘ্রই হয়তো ভারতে আসতে পারেন টেসলা কোম্পানির মালিক এলন মাস্ক। ভারতে আসার আগে টাটা কোম্পানির মালিক রতন টাটার সঙ্গে করা একটি চুক্তিপত্রে (Elon Musk TATA Deal) স্বাক্ষর করেছেন বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক। মূলত টাটা ইলেকট্রনিক্স এর কাছ থেকে একটি সেমিকন্ডাক্টর চিপ কিনতে চায় টেসলা কোম্পানি। এছাড়াও ভারতে একটি কারখানা গড়ে তুলতে চাইছে তারা। এই বিষয়ে সম্প্রতি এক্সের প্ল্যাটফর্মে পোস্ট করেছেন টেসলা কম্পানির মালিক স্বয়ং এলন মাস্ক। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করতে চান তিনি।
এলন মাস্ক ঠিক কবে ভারতে আসতে চলেছেন, সে বিষয়ে সঠিক কোন তথ্য এখনও জানা যায়নি। তবে এই মাসেই তিনি ভারতে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ভারতে আসার পর যদি তিনি সত্যিই বড় কোন বিনিয়োগের (Elon Musk TATA Deal) কথা ঘোষণা করেন, তবে তা ভারতের অর্থনীতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এলন মাস্কের ভারত সফর ভারতীয় অর্থনীতিতে কতটা প্রভাব ফেলে তা জানতে উৎসাহী সমগ্র বিশ্ব।
আমেরিকান কোম্পানি টেসলা তাদের গাড়িগুলিতে সেমিকন্ডাক্টর চিপ বসাতে চাইছে। তা কেনার জন্যই সম্প্রতি টাটা ইলেকট্রনিক্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছে টেসলা (Elon Musk TATA Deal)। এই চুক্তি সফলতা পেলে বিশ্বের দরবারে নির্ভরযোগ্য সরবরাহকারি সংস্থা হিসেবে পরিচিত হবে টাটা ইলেকট্রনিক্স। এই সাফল্য টাটা কোম্পানির সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করার পাশাপাশি বিশ্বের দরবারে তার গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দেবে। যদিও এখনো পর্যন্ত টাটা ইলেকট্রনিক্স ও টেসলা, দুটি কোম্পানির মধ্যে কেউই এই চুক্তি নিয়ে কোন রকম মন্তব্য করেননি।
আরও পড়ুন ? Hyundai EV: ইলেকট্রিক অবতারে আসছে Hyundai-এর Creta! চাপে টাটা-মারুতি
টেসলার গাড়িতে সেমিকন্ডাক্টর চিপ লাগানোর সিদ্ধান্ত সরবরাহকারীদের জন্য নতুন দিক খুলে দিতে পারে। এমনই দাবি করছে ইন্ডিয়া ইলেকট্রনিক্স এবং সেমি কন্ডাক্টর অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে টাটা কোম্পানির তরফ থেকে নতুন করে ৫০ থেকে ৬০ জন বিশেষজ্ঞকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও ভারতে এসে ব্যাবসা করার উদ্দেশ্যে ২ থেকে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে টেসলা, এমনই ধারণা করছে বিশেষজ্ঞ মহল।
এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন, টেসলা ও টাটার চুক্তিপত্র (Elon Musk TATA Deal) ছাড়াও সম্প্রতি কেন্দ্রীয় অটো কোম্পানিগুলিকে ভারতে ব্যাবসা করার অনুমতি দিয়েছে ভারত সরকার। আমদানি শুল্ক ১৫ শতাংশের কম রেখে ৩৫০০০ ডলার বা তার চেয়েও বেশি দামের ইলেকট্রিক গাড়ি তৈরি করতে পারবে সংস্থাগুলি। তবে এই অনুমোদন পেতে গেলে ভারত সরকার অনুমোদিত কিছু নিয়ম মেনে চলতে হবে সংস্থাগুলিকে। ভারতে কারখানা তৈরি ও ব্যাবসা করার জন্য ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে সংস্থাগুলিকে।