North Bengal Holiday Destination: দার্জিলিং থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে এমন এক জায়গা, যেখান থেকে ফিরতে মন চাইবে না

Prosun Kanti Das

Published on:

Advertisements

This enchanting holiday destination is located a short distance from Darjeeling in North Bengal: গরমের ছুটি মানেই দক্ষিণবঙ্গের তীব্র গরম ছেড়ে একটু স্বস্তির নিঃশ্বাস খুঁজে পাওয়ার চেষ্টা করা। দার্জিলিং, কালিম্পং কিংবা কার্শিয়াং তো সবাই যায় এবার চলুন ঘুরে আসি একটি অজানা জায়গা থেকে। এই অজানা জায়গাটির নাম হল গুফাপাতাল। উত্তরবঙ্গের অধিকাংশ পর্যটনকেন্দ্রই এখন পর্যটকে ঠাসা। আপনি যদি পর্যটকদের ভিড় পছন্দ না করেন এবং নিরিবিলি সময় কাটাতে চান পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে তাহলে আপনার জন্য একেবারে আদর্শ জায়গা হল উত্তরবঙ্গের অচেনা লোকেশন গুফাপাতাল (North Bengal Holiday Destination)।

Advertisements

এবার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে এই জায়গাটির ঠিক কোথায় অবস্থিত? ভারত নেপাল সীমান্তের একটি জায়গা হলো এটি (North Bengal Holiday Destination)। তবে এখানে থাকার জন্য আপনি কোনো হোটেল পাবেন না খুবই অল্প পরিমাণে রয়েছে হোমস্টে। যদি মনে ইচ্ছা থাকে নির্জনে কাছের মানুষকে নিয়ে সময় কাটাবেন তাহলে এর থেকে ভালো জায়গা বোধহয় আর হতে পারে না। আশা করি প্রিয়জনকে নিয়ে যদি ঘুরতে আসেন তাহলে এই জায়গার আকর্ষণে আকৃষ্ট হবেন অবশ্যই।

Advertisements

এই সুন্দর গ্রামটা কিন্তু দার্জিলিং থেকে খুব বেশি দূরে অবস্থিত নয় তবু পর্যটকদের ভীড় এরকম একটা দেখা যায় না। তবে গুফাপাতালে (North Bengal Holiday Destination) থাকার মতো হোমস্টেও রয়েছে। আপনাদের যদি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এখানকার হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ দেখতে পাবেন খুব সহজেই। তবে অবশ্যই তার জন্য আকাশ পরিষ্কার থাকতে হবে।

Advertisements

আরও পড়ুন ? Darjeeling: ৪ জুন ভুলেও যাবেন না দার্জিলিং, দেখতে পাবেন না এই ৫টি পর্যটন কেন্দ্র

যদি এখানকার (North Bengal Holiday Destination) আকাশ পরিস্কার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় এবং সূর্যাস্ত সবই আপনার সামনে ছবির মত ভেসে আসবে। এটি ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। তবে এখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। সবচেয়ে বড় কথা পর্যটকদের ভিড় নেই। শহরের ব্যস্ততাময় এবং ভিড়ভাট্টার জীবন থেকে একেবারেই দূরে যদি কোথাও থাকতে চান চলে আসুন এই গ্রামে। এখানে আসতে হলে শিলিগুড়ি থেকে ঘুম হয়ে আসতে হবে অথবা আপনি চাইলে মিরিক হয়েও আসা যায়।

গুফাপাতাল নামের মধ্যে লুকিয়ে রয়েছে একটি গভীর ইতিহাস। এখানকার পুরনো ইতিহাস থেকে জানা যায় যে, এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা কোন এক সময় উপাসনা করতেন অর্থাৎ এই জায়গাতে তারা ধ্যান করতে আসতেন। এখানকার নির্জনতা তাদের খুবই পছন্দ ছিল। সেই থেকে এই জায়গাটির নাম হয় গুফাপাতাল। বর্তমানে উপাসনা করতে কেউ আসে না বটে তবে নিরিবিলিতে ঘুরতে আসে কিছু পর্যটক। স্থানীয়দের মতে এই গ্রামটি অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। একেবারে সীমান্তের এই গ্রামে এলে মন ভাল হবে নিশ্চিত।

Advertisements