The engineer couple became millionaires after leaving their jobs and doing Laddu business: ব্যবসা (Laddu Business) করতে গেলে লাভ বা ক্ষতি দুটোই হতে পারে। আর সেই ঝুঁকিটাই নিতে পারেনা বহু মানুষ। তাই সহজপন্থা হিসেবে বেছে নেয় চাকুরী জীবনকে। কিন্তু কিছু মানুষ থাকে যারা উল্টো পথে হাঁটতে ভালোবাসে। পরের অধীনে কাজ করার থেকে স্বাধীনভাবে কাজ করতে বেশি ভালোবাসে, আর এর জন্য যে কোন ঝুঁকি নিতে রাজি তারা। স্রোতে গা না ভাসিয়ে স্রোতের উল্টো পথে চলা এরকমই এক দম্পতির কথা জানাবো আজ এই প্রতিবেদনে।
মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকায় মোটা বেতনের ইঞ্জিনিয়ারিং এর চাকরি করতেন তিনি। সেই চাকরি ছেড়ে দেশে ফিরে শুরু করেন লাড্ডুর ব্যবসা (Laddu Business)। খুব কম পুঁজি নিয়ে শুরু করা এই ব্যবসা কয়েক দিনের মধ্যেই তাকে কোটিপতি বানিয়ে দেয়। ভাবতে একটু অবাক লাগছে তাই না? কিন্তু না এই ঘটনাটা কোন কাল্পনিক ঘটনা নয়, এই ঘটনাকে বাস্তব করে দেখিয়েছেন হায়দ্রাবাদের এক দম্পতি।
কথা বলছি সংগীত যোগপার্টি ও তার স্ত্রী কবিতা গোপুকে নিয়ে। সন্দীপ ক্যালিফোর্নিয়া তে ডাটা ইঞ্জিনিয়ারিং এ কাজ করতেন। স্ত্রী কবিতা গোপু ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পাঁচ বছর সেখানে থাকার পর পরের অধীনে কাজ করতে আর ভালো লাগছিল না সন্দীপের। তাই স্ত্রীর সাথে পরামর্শ করে ২০১৯ শালে তিনি দেশে ফেরেন। দেশে ফিরে তিনি ও তাঁর স্ত্রী মিলে শুরু করেন একটা ছোট স্টার্টআপ কোম্পানি।
আরও পড়ুন ? Business without Investment: পুঁজির দরকার নেই! এই ৬ ব্যবসা করেই হতে পারেন কোটিপতি
দেশে ফেরার পর প্রথম দিকে কি নিয়ে ব্যবসা করবেন সেই বিষয়ে দোটানায় ছিলেন এই দম্পতি। চার মাস এদিক-ওদিক ঘুরে কোন জিনিসের চাহিদা সাধারণ মানুষের মধ্যে সবথেকে বেশি সেটা বোঝার চেষ্টা করেন। তাঁরা দেখেন মিষ্টির চাহিদা সাধারণ মানুষের কাছে বেশ ভালো। আর সন্দীপ নিজেও মিষ্টি খেতে খুব ভালোবাসতেন। তাই স্বাস্থ্যকর মিষ্টি বানানোর পরিকল্পনা করেন তাঁরা। এরপর চলে মিষ্টিকে স্বাস্থ্যকর কিভাবে বানানো যায় সেই নিয়ে গবেষণা। তাঁরা মূলত চিনির বিকল্প কিছু খুঁজছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তাঁরা আখের গুড় ব্যবহার করা শুরু করেন। আখের গুড় ব্যবহার করলে লাড্ডুর স্বাদের কোন পরিবর্তন হয় না এবং সেটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয় বরং একে উপকারী বলা যায়। কারণ, গুড়ে থাকে আয়রন ও বিভিন্ন ধরনের মিনারেল যা শরীর কে সুস্থ রাখতে সাহায্য করে।
পুষ্টিকর লাড্ডু তো তৈরি হলো কিন্তু বিক্রি করবেন কোথায়, প্রথমদিকে বিভিন্ন মেলায় স্টল করে বিক্রি করা শুরু করেন ধীরে ধীরে জনপ্রিয়তা বৃদ্ধি পেলে “লাড্ডু বক্স” (Laddu Business) নামে একটা স্টার্টআপ শুরু করেন এই দম্পতি। বাজারে প্যাকেট জাত খাদ্য দ্রব্যের চাহিদা দিন দিন বেড়েই চলেছে আর এই সুযোগকে কাজে লাগিয়েছেন সন্দীপ ও কবিতা। অল্প পুঁজি নিয়ে শুরু করা এই ব্যবসার বর্তমান মূলধন দাঁড়িয়েছে ২ কোটি টাকা।