Teacher Viral Video: গড়গড়িয়ে বলছেন ইংরেজি, বিক্রি করছেন ফুটপাতে মোমো! কে উনি? জানলে অবাক হবেন

Prosun Kanti Das

Published on:

Talking English fluently and selling momos on the footpath: বিভিন্ন রকমের স্ট্রিট ফুডের মধ্যে আজকাল মোমো বেশ জনপ্রিয়। রাস্তায় মোমো স্টল প্রায় চোখে পড়ে। মোমো প্রেমীদের কাছে স্টিম হোক বা ফ্রাই সবকিছুই কিন্তু খুব প্রিয়। মোমো বিক্রি করাকে অনেকেই আজকাল নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছেন। এরকমই একজন মোমো ব্যবসায়ীর খোঁজ মিলল যিনি কিনা একজন ইংরেজির শিক্ষক। ইংরেজি ভাষায় সেই বিক্রেতার মোমো বিক্রির ভিডিয়ো (Teacher Viral Video) আলোড়ন ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।

সোশ্যাল মিডিয়াতে আজকাল প্রায়ই বিভিন্ন ধরনের ভিডিও চোখে পড়ে। একজন ইংরেজি শিক্ষকের মোমো বিক্রি করার ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়াতে (Teacher Viral Video)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে, সেখানকার এক ইংরেজির শিক্ষক রাস্তায় দাঁড়িয়ে মেমো বিক্রি করে রীতিমতো ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। দর্পন খুরানা নামে এক যুবক এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গোমতী নগরে দাঁড়িয়ে এক ব্যক্তি মেমো বিক্রি করছেন।

ভিডিওটি দ্রুত ভাইরাল (Teacher Viral Video) হয়ে যায়। নেটিজেনরা এই শিক্ষকের সাহস ও সংগ্রাম দেখে মুগ্ধ হন। অনেকেই তাকে শুভকামনা জানান। কেউ কেউ বলেন, এই শিক্ষকই সমাজের জন্য আদর্শ। ভিডিওতে দেখা যায়, শিক্ষকটি বেশ সাবলীলভাবে মোমো বিক্রি করছেন। শুধু তাই ই নয়, ইংরেজি ভাষায় তার সাবলীল বক্তব্য প্রমাণ করে তিনি ইংরেজিতে কতটা দক্ষ।

ভাইরাল হওয়া ভিডিওতে (Teacher Viral Video) দেখা গিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে একজন ব্যক্তি মোমো বিক্রি করছেন। সামনে টেবিলে মোমোর সরঞ্জামের সবকিছু সাজানো। এমনকি পথ চলতি মানুষজনকে সাবলীল ইংরেজিতে আমন্ত্রণ জানাচ্ছেন তিনি। ক্রেতাদেরকে ইংরেজিতে ব্যাখ্যা করে দিচ্ছেন তার মোমো সম্পর্কে। বাদামের চাটনি এবং শেজওয়ান সসের সঙ্গে ঘরে তৈরি মোমো সুন্দরভাবে পরিবেশন করে তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে।

তিনি ১০০ টাকায় ১০ পিস মোমো বিক্রি করেন। বিকাল ৪ টে থেকে সন্ধ্যা ৬ টার মধ্যেই তাঁর সব মোমো বিক্রি হয়ে যায়। তবে ভিডিওটি দেখার পর কেউ কেউ মন্তব্য করেছেন যে, এই ভিডিও থেকে দেশের কর্মক্ষেত্রের আসল বাস্তবচিত্র সম্পর্কে ধারণা হয়ে যায়। আবার কেউ কেউ বলেছেন, কোনো কাজই ছোট নয় সৎ পথে থেকে টাকা উপার্জন করতে হবে।