আগামী ৪৮ ঘণ্টায় যে সকল জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের অভিমুখ বাংলাদেশের দিকে। ধীরে ধীরে এই নিম্নচাপ বাংলাদেশের দিকে এগিয়ে গেলেও এর প্রভাব যথেষ্টভাবে পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের উপর। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত এমনটাই মনে করা হচ্ছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা হিসাবে হাওয়া অফিসের তরফ থেকে বিভিন্ন জেলার ক্ষেত্রে লাল, কমলা এবং হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

Advertisements

Advertisements

লাল সর্তকতা : ০৭ থেকে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার দিকে তাকিয়ে হাওয়া অফিসের তরফ থেকে লাল সর্তকতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার জন্য।

Advertisements

কমলা সর্তকতা : ০৭ থেকে ২০ সেন্টিমিটার অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস রয়েছে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলির জন্য। এই সকল জেলাগুলির জন্য কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।

হলুদ সর্তকতা : ৩০ জুলাই ০৭ থেকে ১১ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায়। এই সকল জেলার জন্য হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। একইভাবে অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। যে সকল জেলায় ঝড়ো হাওয়ার সর্বাধিক প্রবণতা রয়েছে সেই সকল জেলাগুলি হল কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

Advertisements