Disney Plus Hotstar: হটস্টারে বিশ্বকাপ ফাইনাল দেখার আনন্দে বদল! এই ৫ ফিচার না জানলে আফসোস করতে হবে

Prosun Kanti Das

Updated on:

Enjoy the full World Cup Final with Disney Plus Hotstar: অপেক্ষার আর মাত্র একদিন কেননা আগামী রবিবার অর্থাৎ ১৯শে অক্টোবর ভারতীয়দের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার দুপুরে ভারত বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার সঙ্গে। দেশজুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টিকিটের হাহাকার। আমেদাবাদ এর বিভিন্ন হোটেলে বুকিং করা এখন সত্যি কঠিন। কিন্তু আপনি কি বাড়িতে বসেই আরাম করে বিশ্বকাপের ফাইনাল দেখতে চান? আছে তো হটস্টার আর আপনাকে শুধু জানতে হবে পাঁচটি টিপস।

আপনি যদি ডিজ়নি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) খেলা দেখতে চান তাহলে সবার আগে আপনাকে অ্যাপটি আপডেট করতে হবে। হঠাৎ খেলা দেখতে গিয়ে মোবাইল ডেটা শেষ হলেও চিন্তার কোনো কারণ নেই। ডিজ়নি প্লাস হটস্টারের আপডেটেড ভার্শনে ভিডিয়ো দেখার ক্ষেত্রে ডাটা কনজ়ামশন অপটিমাইজ়েশনে আরও উন্নত হয়েছে, আপনি সহজেই বিশ্বকাপ ফাইনালের মজা নিতে পারবেন। খেলা দেখলেও মোবাইল ডেটার খরচ অনেক কম হবে।

ডিজ়নি প্লাস হটস্টারের (Disney Plus Hotstar) গ্রাহকরা যাতে বিশ্বকাপের প্রতিটি খেলা উপভোগ করতে পারে তার জন্য এই অ্যাপে নিয়ে আসা হয়েছে ‘ম্যাক্স ভিউ’ অপশন। আপনি যদি এই অপশনটি অন করে খেলা দেখেন তাহলে স্ক্রিনে লম্বালম্বি ভাবে খেলা দেখতে পারবেন। মোবাইলে খেলা দেখার আগে অবশ্যই অপশনটি অন করে নেবেন। এই নয়া মোডে আপনি লাইভ ফিড ট্যাব আর স্কোর বোর্ড ট্যাবও দেখতে পাবেন।

ডিজ়নি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) আপনার পছন্দমত ভাষাও নির্বাচন করে ফেলতে পারবেন। এর ফলে ম্যাচ দেখা ও বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। এছাড়াও ডিজ়নি প্লাস হটস্টারে মাল্টি ক্যামেরা অ্যাঙ্গেল অপশন আছে। আপনার পছন্দ অনুযায়ী ক্যামেরা অ্যাঙ্গেল সেট উপভোগ করুন বিশ্বকাপের ফাইনাল। বার্ড আই ভিউ হোক কিংবা ব্যাটারের ঠিক পিছনের ক্যামেরা অ্যাঙ্গেল সব রকম জায়গা থেকেই আপনি সুন্দরভাবে ম্যাচ উপভোগ করতে পারবেন।

ধরুন ম্যাচ দেখার সময়ে কোনও কাজ পড়ে গেছে তাহলে স্বাভাবিকভাবেই সবাই বিরক্ত হবে। তাহলে ডিজ়নি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) স্কোরবোর্ড পিল অন করে রাখুন। যারফলে আপনি মোবাইলের স্ক্রিনে ম্যাচ চলাকালীন সমস্ত আপডেট দেখতে পারবেন। সেরকমভাবে কাজ শেষ হয়ে গেলে স্কোরবোর্ড পিলের উপর ক্লিক করলেই সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন।