Millennium Science Park: খরচ মাত্র ৩৫ টাকা! পিকনিকের মরশুমে ঘুরে আসুন হাতের কাছে থাকা এই সায়েন্স পার্ক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Enjoy a picnic at the Millennium Science Park in Ashoknagar: এই শীতে মনটা এমনিতেই ঘুরু ঘুরু করে তার উপর সামনেই টানা ৩ দিনের ছুটি অর্থাৎ শনি, রবি এবং সাথে হলো বড়দিনের ছুটি। এই কদিনের ছুটিতে পিকনিক বা ওয়ান ডে ট্রিপ করাই যেতে পারে। কিন্তু কিভাবে সাজাবেন এই গোটা প্ল্যান? আপনাদের সুবিধার জন্য পিকনিকের কিছু তুখোড় প্ল্যান আলোচনা করা হচ্ছে আজকের প্রতিবেদনটিতে। আজ, উত্তর ২৪ পরগনার অশোকনগরের মিলেনিয়াম সায়েন্স পার্ক (Millennium Science Park) নিয়ে রইল এই প্রতিবেদন।

Advertisements

এই সায়েন্স পার্কটি (Millennium Science Park) আসলে উত্তর ২৪ পরগনার অশোকনগরে অবস্থিত। বিশাল জায়গা জুড়ে তৈরি করা হয়েছে সুন্দর এই পার্কটি। আট থেকে আশি সবারই এই বিজ্ঞান উদ্যান ভালো লাগার কথা। কোনো এক সময় এই পার্কে দূরদুরান্ত থেকে বহু মানুষ আসতেন। এখন পার্কের নামডাক অনেকটাই কমেছে। কিন্তু পিকনিকের এর থেকে ভালো জায়গা আর হয়না।

Advertisements

এই সায়েন্স পার্কের (Millennium Science Park) মধ্যে আছে ৫০টির মত পিকনিক স্পট। আপনি কিন্তু লোকসংখ্যা অনুযায়ী বেছে নিতে পারেন পছন্দের জায়গা। এই জায়গায় পিকনিক স্পটের ভাড়া কিন্তু ৭০০, ১০০০, ১২০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। এছাড়া কার পার্কিং এর জন্য ফি দিতে হবে এবং বাইক পার্কিংয়ের জন্য আলাদা করে ১৫ টাকা লাগে। পার্কের ভেতরেই আছে টুকটাক খাবারের দোকান। আপনি চাইলে পিকনিক এর জায়গা আগে থেকে বুকিং করতে পারেন। আগে গিয়ে সব ব্যবস্থা করতে হবে। পার্কের ভেতরে যেসমস্ত বিভিন্ন রাইড আছে সেগুলো চড়ার জন্য আলাদা আলাদা ভাবে টিকিট কাটতে হবে। সব কটার ভাড়া ২০ থেকে ৪০ টাকার মধ্যেই হবে। পার্কে ৬০ জন কর্মী রয়েছেন নিরাপত্তার জন্য। রান্নার ব্যবস্থা থাকলেও আপনি চাইলে বক্স বাজিয়ে গান শুনতে পারবেন না। কিন্তু পার্কেই মিউজিক সিস্টেমে হালকা আওয়াজে চলে গান। পার্কের ভেতর রান্না করতে চাইলে বাসনপত্র নিয়ে আসতে হবে। আর তা না হলে আগে থেকে পার্কের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেও ব্যবস্থা করতে পারেন রান্নার জিনিসপত্র।

Advertisements

আরও পড়ুন ? Golden Beach in Odisha: খরচ মাত্র ২০ টাকা! এবার দিঘা-পুরি ভুলে ঘুরে আসুন এই সমুদ্র সৈকতে

এখন প্রশ্ন হলো পার্কটিতে পৌঁছানো যাবে কি করে? উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত মিলেনিয়াম সায়েন্স পার্ক (Millennium Science Park)। প্রবেশের সময় সকাল ১০.৩০ থেকে এবং খোলা থাকবে ৭.১৫ পর্যন্ত। পার্কে প্রবেশের টিকিট মূল্য দশ বছরের উপরে হলে ৩০ টাকা, দশ বছরের নীচে হলে ২০ টাকা। যদি শিয়ালদা আসেন তাহলে ট্রেনে চেপে নামতে হবে অশোকনগর কিংবা হাবরা স্টেশনে, আপনার ভাড়া ২০ টাকা। স্টেশন থেকে বেরিয়ে অটো এবং টোটোতে সহজেই পার্কে যেতে পারবেন।অটোতে ভাড়া ১৫ থেকে ২০ টাকা, কিন্তু টোটোতে আরেকটু বেশি ভাড়া। সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। মনে রাখবেন মঙ্গলবার এই পার্ক বন্ধ থাকে।

দেখলে অবাক হয়ে যাবেন এই পার্কটি প্রায় ২৬ একর জায়গা নিয়ে তৈরি এবং পাঁচিলঘেরা এই পার্কে ঢুকলেই আপনার মন অবশ্যই ভালো হবে। রোপওয়ে আপাতত রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে, পাশাপশি আছে বোটিং, সায়েন্স রুম, ঘোড়া দোলনা, তারা মণ্ডল সহ থ্রিডি শো, ভূতের গুহা সহ একাধিক মন ভালো করা জিনিস। পিকনিক করতে আসলে বা সারাদিন সময় কাটাতে চাইলে একদম আদর্শ জায়গা। হই হুল্লোড় করে বাচ্চাদের নিয়ে আনন্দ করতে চাইলে দেরি না করে চটজলদি চলে আসুন এখানে।

Advertisements