Vande Bharat Express: বন্দে ভারতের আনন্দ উপভোগ করুন কাটরা-শ্রীনগর রুটে, কবে থেকে চালু হবে?

Prosun Kanti Das

Published on:

Advertisements

Vande Bharat Express: ভারতীয় পরিবহন ব্যবস্থার প্রাণকেন্দ্র হল ভারতীয় রেল। একে দেশের মেরুদন্ড বলা চলে। ধনী থেকে দরিদ্র সকলে খুব সহজে স্বল্প খরচে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে ভারতীয় রেলের সাহায্যে। পরিবহন ব্যবস্থার দিক থেকে দেশের বৃহত্তম মাধ্যম হলো এটি। অবাক করার বিষয় হলো পৃথিবীর মধ্যে এটি চতুর্থ স্থান অধিকার করেছে। ভারতীয় রেল বর্তমানে আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করে দ্রুত গতিসম্পন্ন ট্রেন নিয়ে আসছে জনগণের সুবিধার্থে। বন্দে ভারত এক্সপ্রেস হলো তার সবথেকে বড় উদাহরণ।

Advertisements

ইতিমধ্যেই কাটরা থেকে শ্রীনগর রুটে ট্রায়াল রান শেষ করেছে বন্দে ভারত (Vande Bharat Express)। যাত্রীদের জন্য এটা অত্যন্ত সুখবর যে বন্দে ভারত এক্সপ্রেস এর মাধ্যমে খুব সহজেই অতিক্রম করা যাবে এই দূরত্ব। ভারতীয় রেল বরাবর চেষ্টা করেছে যাত্রীদের ভালো পরিষেবা দেবার। জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি এটি যাত্রী পরিবহন শুরু করবে। কিন্তু কবে থেকে এর যাত্রা শুরু হবে এখনো পর্যন্ত স্পষ্টভাবে সেটা বলা যাচ্ছে না।

Advertisements

উত্তর রেলের এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো ১৫ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে এই ট্রেনের (Vande Bharat Express) যাত্রা। এতদিন পর্যন্ত এই দীর্ঘ পথ অতিক্রম করতে সাধারণ মানুষের যথেষ্ট কষ্ট হতো। তবে একবার এই ট্রেন চালু হয়ে গেলে অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে। সময় যেমন কম লাগবে তেমনি খরচও আগের তুলনায় কমবে।

Advertisements

আরও পড়ুন: এবার ভারতীয় রেলে চালু হতে চলেছে নিরামিষ ট্রেন, যাত্রীদের খাদ্য সচেতনতায় নয়া পদক্ষেপ রেলের

সূত্র মারফত জানা যাচ্ছে যে, কাটরা থেকে শ্রীনগর বন্দে ভারতের (Vande Bharat Express) যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নির্দিষ্ট সময় এবং তারিখ সম্পর্কে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে খুব শীঘ্রই এই প্রক্রিয়া সম্পন্ন হবে এমনটা অনুমান করা যায়। তবে সকলেই খুব চিন্তিত কত ভাড়া হতে পারে এই রুটের? স্বাভাবিকের তুলনায় কি বেশি হবে নাকি মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই হবে?

ভাড়ার বিষয়ে আন্দাজ করা যাচ্ছে যে, এসি চেয়ার কারে কাটরা থেকে শ্রীনগরে ভাড়া হতে পারে ১৫০০-১৬০০ টাকা। একজিকিউটিভ চেয়ার কারে ভাড়া হতে পারে ২২০০ থেকে ২৫০০ টাকা। সাধারণ মানুষ স্বল্প খরচেই অতিক্রম করতে পারবে এই যাত্রা। তাই যারা পরিকল্পনা করছেন বৈষ্ণোদেবী আসার তাদের জন্য দুর্দান্ত সুযোগ।

Advertisements