If you enter Howrah station without buying a ticket, there is a special arrangement: পূর্ব রেলের পক্ষ থেকে যাত্রীদের টিকিট কাটার বিষয়ে বরাবর সতর্কতা জারি করা হয়েছে। এমন বহু যাত্রী আছে যারা টিকিট না কেটে ট্রেনে উঠে যায় এই সমস্যা সমাধানের জন্যই পূর্ব রেল কর্তৃপক্ষ নানারকম ব্যবস্থা নিয়েছে। রেল কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে যে ছোট ছোট স্টেশনগুলোতে যেকোন সময় টিকিট চেকিং অভিযান চালানো হবে। পূর্ব রেলের উদ্যোগে বিনা টিকিটের যাত্রা আটকাতে ও বৈধ টিকিট নিয়ে যাত্রা করা নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে হাওড়া স্টেশনে (Howrah Station) আয়োজন করা হয়েছে এক বিশেষ ক্যাম্প কোর্টের।
পূর্ব রেলের পক্ষ থেকে বহুদিন ধরেই জনসচেতনমূলক বার্তা দেওয়া হচ্ছে। ভারতীয় রেল এই দেশের পরিবহন ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম। রেলের মাধ্যমে আপনি খুব সহজেই অল্প সময়ে এবং স্বল্প খরচে যে কোন জায়গায় পৌঁছাতে পারবেন। শহরতলীর ট্রেনগুলোতে পাঁচ থেকে দশ টাকা খরচ করে আপনি অনেক দূরত্ব অতিক্রম করতে পারবেন। কিন্তু সড়কপথে পরিবহন করতে গেলে এই খরচা আপনার ১০০ টাকা ছাড়িয়ে যাবে। হাওড়া স্টেশনে (Howrah Station) এই ক্যাম্পের মধ্য দিয়ে জনগণের মধ্যে টিকিট কাটার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছে পূর্ব রেল।
রেলের ভাড়া সামান্য হওয়া সত্ত্বেও এমন বহু যাত্রী আছে যারা এই সামান্য টাকার টিকিট কাটতে রাজি নয়। এই সমস্যা সমাধানের জন্যই পূর্ব রেলের পক্ষ থেকে বৃহস্পতিবার হাওড়া স্টেশনে (Howrah Station) এক বিশেষ রেলওয়ে ক্যাম্প কোর্টের ব্যবস্থা করা হয়। হাওড়া স্টেশনে সমস্ত গেটেই চালানো হয়েছিল চিরুনি তল্লাশি। এসব বীনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করা যাচ্ছিল তাদের সোজা নিয়ে যাওয়া হচ্ছিল ক্যাম্প কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে। হাওড়া স্টেশনের ক্যাম্প কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে মোট ৬১৬ জন বিনা টিকিটের যাত্রীকে পেশ করা হয় এবং জরিমানা ও ভাড়াবাবদ ২,০৯,১০০ টাকা সংগ্রহ করা হয়।
আরও পড়ুন ? Howrah Railway Division: দুর্দান্ত রেজাল্ট হাওড়া স্টেশনের! শুনলে আপনিও আনন্দে ধেই ধেই করে নাচবেন
পূর্ব রেল যদি ভবিষ্যতে এই ধরনের আরো ক্যাম্প কোর্টের ব্যবস্থা করে তাহলে ভবিষ্যতে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা বিনা টিকিট কেটে আসার সাহস পাবে না। এরপর থেকে তারা যথাযথ টিকিট কেটে ও লাগেজ বুক করেই যাত্রা করবেন। হাওড়া স্টেশনে (Howrah Station) আয়োজিত এই ক্যাম্প কোর্টের আসন উদ্দেশ্য হলো, ট্রেনে উঠতে গেলে যাত্রীদের টিকিট কাটতে হবে এবং লাগেজ বুক করতে হবে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি। উর্বর রেল এই ক্যাম্পের মাধ্যমে নিশ্চিত করতে চাইছে যে, প্রত্যেক যাত্রী যাতে তাঁর যাত্রার জন্য সঠিক টিকিট কাটেন।
একটি ভিডিওতে বেশ কিছুদিন আগে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বক্তব্য রেখেছেন যে, রেল যেকোন দিন যেকোনো স্টেশনেই টিকিট চেকিংয়ের স্পেশাল ড্রাইভের ব্যবস্থা করতে পারে। যদি কোন যাত্রী বিনা টিকিটে ধরা পড়ে সেটা মোটেই সম্মানজনক হবে না তার পক্ষে। পূর্ব রেলের পক্ষ থেকে শুধুমাত্র বড় বড় স্টেশনে এই স্পেশাল ড্রাইভের ব্যবস্থা করা হবে তা নয়, ছোটখাট যেকোন স্টেশনে টিকিট চেকিং এর ব্যবস্থা নেওয়া হতে পারে ভবিষ্যতে।