Ather Energy Scooter: পুরো পরিবারকে নিয়ে এবার ছুটবে স্কুটার! আসছে XXXL সাইজের ই-স্কুটার

Prosun Kanti Das

Published on:

Advertisements

The entire family can ride together on Ather Energy’s scooter: ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বেরোলে কিসে করে যাবেন এটা একটা বড় সমস্যা। বড় গাড়ি তো অবশ্যই লাগবে, আমরা নানা ধরনের আকার আয়তনের গাড়ি দেখেছি। কিন্তু স্কুটার কি বিভিন্ন আকারের দেখেছেন কখনও? বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ স্কুটারই কিন্তু একই রকম আকারের হয়। তবে ম্যাক্সি ডিজাইনের অ্যাডভেঞ্চার স্কুটার অনেক সময় আমরা দেখতে পারি। সাধারণ স্কুটির থেকে আয়তনে একটু বেশি বড় হয়। তবে সম্প্রতি Ather Energy (Ather Energy Scooter) ঘোষণা করেছে অন্যরকম ডিজাইনের ফ্যামিলি স্কুটার, যা সত্যি আকর্ষণীয়।

Advertisements

আথার এনার্জি (Ather Energy Scooter) কিন্তু ইলেকট্রিক স্কুটার বিক্রি করার জন্য বেশ জনপ্রিয়। কোম্পানি এবিষয়ে জানিয়েছে, এমন একটি স্কুটির উপর তারা কাজ করছে যেখানে গোটা পরিবার নিয়ে সহজেই যাতায়াত করা যেতে পারে। কিন্তু এখনও বিস্তারিতভাবে কিছুই জানানো হয়নি। তবে খুব শীঘ্রই দু চাকার বাজারে বড় চমক দিতে চলেছে এই কোম্পানি। যারা স্কুটি চালাতে ভালোবাসেন তাদের পক্ষে সুখবর। ভারতে ইলেকট্রিক স্কুটির বাজারে জোর প্রতিযোগিতা আনছে এই কোম্পানি টেক্কা দেবে ওলা, টিভিএস, বাজাজকে। লাইনআপে রয়েছে 450X এবং 450S ইলেকট্রিক স্কুটার। তার নতুন জেনারেশন আনতে চলেছে আথার এনার্জি।

Advertisements

এই ব্যাপারে কি বলেছেন কোম্পানির সিইও? স্কুটারটি (Ather Energy Scooter) অবশ্য লঞ্চ হতে চলেছে ২০২৪ সালে। এটি যে একটি ইলেকট্রিক স্কুটার সেই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। স্বাভাবিকভাবেই, ভারতীয় পরিবাররা হয় বড় তারা যাতে কমফোর্টেবলভাবে এই স্কুটি চড়তে পারেন সেটাই এখন প্রধান লক্ষ্য। তবে দামের ব্যাপারে চিন্তায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে কারণ একটি প্রিমিয়াম দাম নিয়ে বাজারে আসবে এই গাড়ি এমনটাই ইঙ্গিতও দিয়ে রেখেছেন কোম্পানির সিইও।

Advertisements

সম্প্রতি কোম্পানির লাইনআপে রয়েছে দুটি নয়া চমকের ইলেকট্রিক স্কুটার – 450S এবং 450X। তবে এর মধ্যে 450X- এই স্কুটারে রয়েছে ৩.৭ kwh ব্যাটারি প্যাক যা সিঙ্গেল চার্জে রেঞ্জ দেবে কিলোমিটার রেঞ্জ দিতে পারে। অন্যদিকে 450S এতে আপনি রেঞ্জ পাবেন এক চার্জে ১১৫ কিলোমিটার, দুই স্কুটির-ই সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘণ্টা। তবে Ather 450S এর (Ather Energy Scooter) দাম কিন্তু বেশ চড়া ১.৩০ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে এবং 450X এর দাম শুরু ১.৩৮ লাখ টাকা থেকে (এক্স-শোরুম)। অবশ্য বাজারে এর প্রতিপক্ষ হলো Ola S1 Pro, Ola S1X, TVS iQube, Bajaj Chetak ইত্যাদি ইলেকট্রিক স্কুটার।

ভারতীয় গ্রাহকরা নতুনভাবে ভাবতে পারবে এই ফ্যামিলি স্কুটারের জন্য। আমাদের দেশে স্কুটারের বাজার কিন্তু বেশ বড়। প্রত্যেক মাসে বিভিন্ন স্কুটার কোম্পানিগুলো হাজার হাজার স্কুটার বিক্রি করছে। বর্তমান বাজারে পেট্রল টু হুইলারের সাথে সাথে বেড়েছে ইলেকট্রিক স্কুটারের বাজারও। এই বিষয়ে সকলেই বেশ আশাবাদী যে, এই ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার দেশের বাজারে বড় রকমের চমক আনতে চলেছে।

Advertisements