EPFO: বেড়ে গেল টাকা তোলার পরিমাণ, এবার অনেক বেশি সুবিধা পাবেন EPFO গ্রাহকরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ইপিএফও (EPFO) গ্রাহকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এবার সুখবর দেওয়া হল। যে সুখবর এর পরিপ্রেক্ষিতে তারা এবার টাকা তোলার ক্ষেত্রে দ্বিগুণ সুবিধা পাবেন। আগে যে পরিমাণ টাকা তোলা যেত এখন তার দ্বিগুণ টাকা তোলার অনুমতি দেওয়া হয়েছে। খোদ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য এমন সুখবর দিয়েছেন। কেন্দ্র সরকারের এমন সিদ্ধান্ত ইপিএফও গ্রাহকদের আপাতকালীন পরিস্থিতিতে এবার দ্বিগুণ সুবিধা দেবে নতুন এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে।

Advertisements

যে সকল ইপিএফও গ্রাহকরা রয়েছেন তারা আপাতকালীন পরিস্থিতিতে তাদের ইপিএফও অ্যাকাউন্ট থেকে সর্বাধিক ৫০ হাজার টাকা তুলতে পারতেন। কিন্তু এবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর ঘোষণার পর এক লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে। টাকা তোলার পরিমাণ দ্বিগুণ করে দেওয়ার পরিপ্রেক্ষিতেই এবার ইপিএফও গ্রাহকরা এমন সুবিধা পাবেন।

Advertisements

শুধু ইপিএফও অ্যাকাউন্ট থেকে আপাতকালীন পরিস্থিতিতে টাকা তোলার পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়েছে এমন নয়, ফের পাশাপাশি ইপিএফও গ্রাহকদের কেন্দ্র সরকারের তরফ থেকে আরও একটি সুবিধা প্রদানের ঘোষণা করা হয়েছে। যে সুবিধা অনুযায়ী এবার গ্রাহকদের অ্যাকাউন্টের বয়স ৬ মাস না হলেও টাকা তোলার ক্ষেত্রে অনুমতি পাবেন। আগে যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী কোন পিএফ অ্যাকাউন্টের বয়স ৬ মাস না হলে টাকা তোলার অনুমতি দেওয়া হতো না। কিন্তু এবার তাও করা যাবে।

Advertisements

আরও পড়ুন : Ola Electric Bike: বাইক চুরি নিয়ে ভয়ের দিন শেষ, বাড়িতে নিয়ে আসুন ওলার এই বাইক

মধ্যবিত্ত পরিবারগুলির কাছে ইপিএফও অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে সেভিংস বহু মানুষের ভবিষ্যৎ বহন করে থাকে। ছাড়াও এই অ্যাকাউন্টে সুদের পরিমাণ বেশি থাকার কারণে অনেক বেশি লাভ পান গ্রাহকরা। চলতি বছর ইপিএফও অ্যাকাউন্টের সঞ্চয়ের উপর সুদের পরিমাণ ৮.১৫ শতাংশ থেকে বৃদ্ধি করে করা হয়েছে ৮.২৫ শতাংশ।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, একজন ইপিএফও গ্রাহক এখন জরুরি প্রয়োজনে তাদের অ্যাকাউন্ট থেকে দ্বিগুণ টাকা তুলতে পারবেন। এমন সুবিধা প্রদানের ফলে বহু ইপিএফও গ্রাহক জরুরি প্রয়োজনে তাদের অ্যাকাউন্টের টাকা কাজে লাগাতে পারবেন। এছাড়াও ৬ মাস বয়স না হলেও অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে।

Advertisements