EPFO-র নিয়মে বদল, বন্ধ হয়ে যাবে টাকা আসা, করতে হবে এই কাজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : EPFO-র তরফ থেকে তাদের নিয়মে বদল আনা হচ্ছে। আর এই নিয়মে বদল হচ্ছে আগামী ১ জুন থেকেই। EPFO-র তরফ থেকে জানানো হয়েছে নিয়মের এই বদল কর্মীদের সুবিধার্থেই। তবে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মীদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। আর সেই শর্ত পূরণ না করা হলে বন্ধ হয়ে যাবে টাকা আসা। সমস্যায় পড়তে হতে পারে। আর এই সমস্যা হলে দ্রুত নিয়োগকর্তার সাথে যোগাযোগ করে শর্ত পূরণ করার কথা বলেছে EPFO।

Advertisements

নতুননিয়ম অনুযায়ী EPFO-র নিয়োগকর্তাকে কর্মীদের পিএফ অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার দায়িত্ব দিয়েছে। আর নিয়োগকর্তারা যদি এমনটা না করে থাকেন তাহলে সংস্থার তরফ থেকে কর্মীদের পিএফ-এর দরুন যে টাকা দেওয়া হয়ে থাকে তা কর্মীর পিএফ অ্যাকাউন্টে আসবে না। অর্থাৎ পিএফ অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে যাবে।

Advertisements

ইপিএফও ১৪২ ধারার অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই ধারার অধীনে নিয়োগকারীদের নির্দেশ দেওয়া হয়েছে, যদি নিজেদের পিএফ অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকে অথবা ইউএএনকে আধার নম্বর দিয়ে যাচাই করা না হয়ে থাকে তাহলে ১ জুন ২০২১ থেকে বৈদ্যুতিন চালান এবং রিটার্ন ফাইল করা যাবে না।

Advertisements

আধার লিঙ্ক করার পদ্ধতি

এখন কোনো গ্রাহকের যদি আধার লিঙ্ক না থাকে তাহলে ওই নিয়োগকারী বাড়িতে বসেই আধার লিঙ্ক করতে পারবেন। সে ক্ষেত্রে নিয়োগকারীকে www.epfindia.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিজেদের অ্যাকাউন্ট লগ-ইন করার পর আধার লিঙ্ক করার অপশন থাকবে। সেখানে আধার নম্বর দিয়ে নিজের আধার লিঙ্ক সম্পূর্ণ করতে হবে।

Advertisements