EPFO Claim Rules: এবার সহজেই মিলবে EPFO-র টাকা, নিয়মে বড় বদল, বড় সুবিধা পাবেন নমিনিরা

Prosun Kanti Das

Published on:

EPFO New Rules Nominees can claim money without Aadhaar link: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফ থেকে প্রচলিত নিয়মে বড় বদল আনা হলো। নমিনিদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার ব্যাপারে নতুন নিয়ম চালু করার ঘোষণা করা হয়েছে। নতুন একটি সার্কুলার বের করে প্রকাশ্যে আনা হয়েছে নতুন নিয়ম (EPFO Claim Rules)। তাতে বলা হয়েছে, ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডারের আধার কার্ড যদি ইপিএফ অ্যাকাউন্টের সাথে যুক্ত করা না থাকে, তাহলে নমিনির আধার কার্ডেরও প্রয়োজন পড়বে না টাকা তোলার সময়। মৃত্যু হলে, আধার বিবরণ ছাড়াই টাকা তুলতে পারবেন সেই অ্যাকাউন্টের নমিনি।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফ থেকে নতুন নিয়ম (EPFO Claim Rules) সংক্রান্ত কিছু তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। সেই তথ্য অনুযায়ী, একজন ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডার যদি তার অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না করিয়ে থাকেন, তাহলে তাঁর মৃত্যুর পর আধার লিঙ্ক করানো অথবা আধার যাচাই করার ক্ষেত্রে বিপাকে পড়ছিলেন আঞ্চলিক কর্তৃপক্ষ। একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে। এর টাকা দিতেয় দেরি হচ্ছিল। তা নিয়েও তৈরি হচ্ছিল নতুন সমস্যা। এমনকি মৃত ব্যক্তির নমিনি টাকা সংগ্রহ করতে গিয়ে প্রায় হিমশিম খেয়ে যাচ্ছিলেন। তাই এই সমস্যা মেটাতে নতুন নিয়ম জারি করা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।

কোন ব্যক্তির মৃত্যু হলে তার আধার কার্ডের লিংক বা সংশোধন কোন কিছুই আর করানো যায় না। যে সমস্ত ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করানো নেই, তাদের মৃত্যুর পর সরাসরি ফিজিক্যাল ক্লেমের মাধ্যমে অনুমোদন গ্রাহ্য করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ (EPFO Claim Rules)। তবে এক্ষেত্রে ফিল্ড অফিসারদের অনুমতি বাঞ্ছনীয়। এই পদ্ধতি অবলম্বনে যাতে প্রতারণার শিকার হতে না হয়, তাই মৃত ব্যক্তি এবং তার নমিনির সদস্য পদ যাচাই করা হবে কর্তৃপক্ষের তরফ থেকে।

আরও পড়ুন 👉 Provident Fund Life Insurance: ৭ লক্ষ টাকার জীবন বিমা! তাও আবার বিনা খরচে, সুবিধা দিচ্ছে EPFO

যদি কোন অ্যাকাউন্ট ফোল্ডারের ক্ষেত্রে ইপিএফ ইউএএন এর তথ্যের সাথে তার আধার কার্ডের তথ্যের মিল না পাওয়া যায়, তবে সেক্ষেত্রেও নতুন পদ্ধতিটি অবলম্বন করা যাবে বলে জানা গেছে। তবে যদি আধার ডেটা ভুল হয় তবেই এই প্রক্রিয়া (EPFO Claim Rules) অবলম্বন করা যাবে। যদি আধারের তথ্য ঠিক থাকে অথচ ইপিএফ ইউএএন এর তথ্য ভুল থাকে, তাহলে কিন্তু অন্য পথ অবলম্বন করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারকে। কোন অ্যাকাউন্ট হোল্ডার যদি আধার কার্ড ছাড়াই মারা যান তবে তার আধারের তথ্য সিস্টেমে রাখা থাকবে এবং জিডি ফর্মে স্বাক্ষর করার অনুমতি দেওয়া হবে।

কোন মৃত ব্যাক্তির অ্যাকাউন্ট হোল্ডার যদি আধার কার্ড লিংক না করান, তবে তার পরিবারের সদস্যরা তার আধার কার্ডের তথ্য জমা করবে কর্তৃপক্ষের কাছে (EPFO Claim Rules)। যদি কোন অ্যাকাউন্ট হোল্ডার কোন নমিনি নির্দিষ্ট না করেই মারা যান, তবে আইনত উত্তরাধিকারীদের মধ্যে যেকোনো একজন সদস্য আধার কার্ড জমা দেওয়ার সুযোগ পাবেন। গ্রাহকদের সুবিধার্থে এর আগেও এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানিজেশনের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছুদিন আগেই অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য অটোমেটিক সেটেলমেন্টের ব্যবস্থা চালু করেছে সংস্থা। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য পাবেন অর্গানাইজেশনের সদস্যরা। যেমন – উচ্চ শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে জরুরি অবস্থা, বাড়ি কেনা অথবা তৈরি করা ইত্যাদি।