পেনশন প্রাপকদের জন্য সুখবর, এবার আরও আগেভাগে মিলবে টাকা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বছরের শুরুতেই পেনশন প্রাপকদের একটি সুখবর দেওয়া হয়েছে। সেই সুখবর অনুযায়ী পেনশন প্রাপকরা তাদের প্রাপ্য টাকা যাতে আরও আগেভাগে পান তার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে গত বৃহস্পতিবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেনশন বিভাগের সমীক্ষা এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুসারে মাসিক BRS নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক করা হয়েছে প্রতিটি ফিল্ড অফিস পেনশন প্রদানকারী ব্যাঙ্কগুলিতে স্টেটমেন্ট পাঠাতে হবে। যাতে করে নির্দিষ্ট সময়ের মধ্যে পেনশন প্রাপকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায়।

ইপিএফও-র তরফ থেকে বলা হয়েছে, পেনশন প্রাপকদের অ্যাকাউন্টে এই টাকা মাসের শেষ ব্যাঙ্কিং দিবসের আগেই যেন জমা পড়ে যায় তা নিশ্চিত করতে হবে। এই ব্যবস্থাপনার ফলে নতুন মাস শুরু হওয়ার আগেই পেনশন প্রাপকদের অ্যাকাউন্টে জমা পড়ে যাবে তাদের প্রাপ্য পেনশনের টাকা।

এযাবত যে নিয়ম রয়েছে তাতে পেনশন প্রাপকদের অ্যাকাউন্টে তাদের প্রাপ্য পেনশনের টাকা জমা পড়ে প্রতি মাসের প্রথম কর্মদিবসে। সে ক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে পেনশন প্রাপকদের সমস্যায় পড়তে হয়। মাসের শুরুতে এমনিতেই খরচ রয়েছে। এর পাশাপাশি যদি কোন মাসের শুরুতে রবিবার অথবা ছুটির দিন পরে তাহলে টাকা পেতে দেরি হয়।

নতুন এই নিয়ম অনুসারে, এই নিয়ম চালু হওয়ার পর প্রতিমাসের শেষ কর্মদিবসে পেনশন প্রাপকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে। সে ক্ষেত্রে কোন মাসের শেষ কর্মদিবস যদি রবিবার অথবা ছুটির দিন হয়ে থাকে তাহলে তার আগেরদিন এই পেনশন প্রাপকদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তবে এই নিয়ম চালু হচ্ছে নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাস থেকে।