এই কাজটি করলেই বিনামূল্যে ২ লক্ষ টাকা বিমা পাবেন শ্রমিকরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চিকিৎসা থেকে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেক মানুষেরই সুরক্ষার জন্য প্রয়োজন বিমা। কিন্তু কম উপার্জন এবং আর্থিক অনটনের কারণে বিমার পিছনে সাধারণ মানুষ আলাদা করে টাকা খরচ করতে চান না। তবে এই জরুরী বিষয়টির কথা মাথায় রেখে কেন্দ্রের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হলো।

Advertisements

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফ থেকে এই নতুন প্রকল্প আনা হয়েছে, যে প্রকল্পের মাধ্যমে শ্রমিকরা বিনামূল্যে পাবেন ২ লক্ষ টাকার বিমা। এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে রয়েছে কয়েকটি শর্ত তবে খুব সহজেই এই সুবিধা পেতে পারেন শ্রমিকরা। এই প্রকল্পে নাম নথিভুক্ত হয়ে গেলে দুর্ঘটনা অথবা শারীরিক অসুস্থতায় চিকিৎসার ক্ষেত্রে আর্থিক খরচ নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবেন শ্রমিকরা।

Advertisements

কেন্দ্র সরকারের এই প্রকল্প পাওয়ার ক্ষেত্রে শর্ত হিসেবে যা বলা হয়েছে তাতে বলা হয়েছে, এই প্রকল্পের সুবিধা সেই সকল শ্রমিকরাই পাবেন যাদের মাসিক রোজগার ১৫০০০ টাকার কম অর্থাৎ ১৫০০০ টাকার কম বেতনের শ্রমিকরা। সুবিধা পাওয়ার জন্য শ্রমিকদের রেজিস্ট্রেশন করতে হবে ই-শ্রম পোর্টালে।

Advertisements

এর পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাও এই পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখলে দু’লক্ষ টাকার বিমার অধিকারী হবেন। একই সঙ্গে রেজিস্ট্রেশন করা শ্রমিক এবং তার পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এর ফলে ওই শ্রমিক এবং তার পরিবার বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাবেন।

রেজিস্ট্রেশন করার জন্য কেন্দ্রীয় শ্রম মন্ত্রক দ্বারা যে পোর্টাল লঞ্চ করা হয়েছে অর্থাৎ www.eshram.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীদের আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে।

তবে যাদের আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত নেই তারাও তাদের নাম নথিভুক্ত করতে পারবেন, তবে তাদের যেতে হবে নিকটবর্তী সিএসসি সেন্টারে। তাদের রেজিস্ট্রেশন করা হবে বায়োমেট্রিক প্রমাণীকরণের মধ্য দিয়ে। এই ওয়েবসাইট এবং প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন সেই সকল শ্রমিকরা যাদের বয়স ১৬ থেকে ৫৯ বছর।

Advertisements