EV Charging Station: ২১ মিনিটে ৮০% শতাংশ চার্জ, দেশজুড়ে বড় পদক্ষেপ নিচ্ছে হুন্ডাই

EV Charging Stations are being made across the country by Hyundai: বর্তমানে আমাদের দেশে পেট্রোল ডিজেল ইত্যাদি চালানোর অত্যধিক মূল্য বৃদ্ধির কারণে অনেক মানুষ ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছেন। ভারতের বাজারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। এই আবহেই ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে বড় পদক্ষেপ নিতে চলেছে হুন্ডাই। এবার তাদের তরফ থেকে সারা দেশে আল্ট্রা ফাস্ট চার্জিং স্টেশন (EV Charging Station) বসানো হচ্ছে। দক্ষিণ কোরিয়ার এই সংস্থার দাবি অনুসারে সেখানে মাত্র ২১ মিনিটে গাড়িতে ৮০ শতাংশ চার্জ হবে। প্লাগ বসালেই হাই স্পিডে চার্জ হবে ব্যাটারি, ফলে সময় বাঁচবে অনেকটাই।

হুন্ডাই এর তরফ থেকে জানানো হয়েছে সারা ভারত জুড়ে তারা মোট ১১ টি চার্জিং স্টেশন (EV Charging Station) বসাতে চলেছে। দেশের কয়েকটি প্রধান হাইওয়ে গুলির পাশে এই চার্জিং স্টেশন গুলি বসানো হবে। এর ফলে ইলেকট্রিক গাড়ি চালকদের হঠাৎ রাস্তায় গাড়ি চার্জ দেয়ার প্রয়োজন পড়লে চার্জিং স্টেশন খুঁজে বের করার ক্ষেত্রে খুব বেশি অসুবিধায় পড়তে হবে না। রাস্তার পাশে চার্চিং স্টেশন বসানোর পাশাপাশি গাড়ি চালকদের সুবিধার্থে একটি অ্যাপও বানিয়েছে এই সংস্থা। এই অ্যাপটির নাম MyHyundai।

বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে এই চার্জিং স্টেশন গুলি বসবে মুম্বই, পুনে, আহমেদাবাদ, হায়দরাবাদ, গুরুগ্রাম এবং বেঙ্গালুরু শহরে। এছাড়াও সংস্থার তরফ থেকে তৈরি করা অ্যাপ দিয়ে নিকটবর্তী চার্জিং স্টেশন খুঁজে পাবেন গাড়ি চালকেরা। শুধু তাই নয় সংস্থার তরফ থেকে তৈরি হওয়া অ্যাপের মাধ্যমে নিকটবর্তী চার্জিং স্টেশনে কী কী সুবিধা রয়েছে তাও তৎক্ষণাৎ জানতে পারবেন গাড়ির চালকরা।

আরও পড়ুন 👉 Lithium Deal: চীনের পেটের ভাত কাড়তে চলেছে ভারত! ব্যাটারি নিয়ে নতুন পদক্ষেপ কেন্দ্রের

সপ্তাহের প্রত্যেক দিন 24 ঘণ্টাই খোলা থাকবে এবং কাজ চলবে হুন্ডাইয়ের চার্জিং স্টেশনে। MyHyundai অ্যাপটির সাহায্যে গাড়ি চালক আবার প্রি-বুকিং করতে পারবেন, চার্জিং স্টেটাস চেক করতে পারবেন এবং চার্জিংয়ের খরচও অনলাইনেই পরিশোধ করতে পারবেন। জানা গেছে ২০২৭ সালের মধ্যে ১০০ টি চার্জিং স্টেশন বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে হুন্ডাই। ইতিমধ্যে তামিলনাডু সরকারের সঙ্গে হুন্ডাই সেই বিষয়ে কথাবার্তাও শুরু করেছে।

বর্তমানে আমাদের দেশে ইলেকট্রিক সংখ্যা ক্রমাগত বাড়ছে। টাটা মোটরস, মাহিন্দ্রা, হুন্ডাই, মরিস গ্যারাজ ইত্যাদি সংস্থা দেশে ব্যাটারি চালিত চার চাকা গাড়ি ইতিমধ্যেই নিয়ে এসেছে। তবে গাড়ির সংখ্যা বাড়লেও চার্জিং স্টেশন (EV Charging Station) নিয়ে সমস্যায় পড়তে হতো গাড়ি চালকদের। হুন্ডাই এর নতুন এই ব্যবস্থা গাড়ি চালকদের সেই সমস্যা গুলি দূর করবে বলেই আশা করা যাচ্ছে।