EV or Hybrid: বৈদ্যুতিক গাড়ি নাকি হাইব্রিড! দূষণ কম দুটো গাড়িতেই, কোনটা ভালো?

Prosun Kanti Das

Published on:

Advertisements

Electric Vehicle or hybrid! Which is better in both cars with less pollution: এক সময় গাড়ির জ্বালানি বলতে ডিজেল অথবা পেট্রোলের কথাই মনে করা হতো। কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে। প্রযুক্তির সাথে সাথে গাড়ির জ্বালানিতেও এসেছে নতুন পরিবর্তন। বর্তমানে পরিবেশের দূষণ কমাতে অনেকেই বৈদ্যুতিক গাড়ি কিনার কথা ভাবছেন। পর্যাপ্ত পরিকাঠামো না থাকাসত্বেও বৈদ্যুতিক গাড়ির জন্য গড়ে উঠেছে অনেক পরি কাঠামো (EV or Hybrid)।

Advertisements

বৈদ্যুতিক গাড়ির বিকল্পে আরো একটি গাড়ি নজর কেড়েছে। যা হাইব্রিড নামে পরিচিত। এতে পরিবেশ দূষণও কম হয়। এর পাশাপাশি ভালো মাইলেজ পাওয়া যায়। তাহলে বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি হাইব্রিড গাড়ি নেওয়া যেতে পারে? সিদ্ধান্ত নেওয়ার আগে এই দুই গাড়ির সুবিধা ও অসুবিধা জেনে নেওয়া যাক (EV or Hybrid)।

Advertisements

হাইব্রিড গাড়ি কিভাবে কাজ করে?বাড়িতে সাধারণত দুই ধরনের ইঞ্জিন থাকে- মোটর এবং পেট্রোল। উভয় ইঞ্জিন একসঙ্গে কাজ করে চালু রাখতে। যার ফলে পেট্রোল খরচ কম হয়। ওই সঙ্গে ভালো জ্বালানি দক্ষতা (Fuel efficiency) ও পাওয়া যায়। পাশাপাশি আধুনিক হাইব্রিড গাড়ি গুলি যখন ব্রেক কষে তখন উৎপন্ন শক্তি দিয়ে ব্যাটারি চার্জ হয়। ফলে একই ঢিলে দুই বাজিমাত (EV or Hybrid)।

Advertisements
হাইব্রিড গাড়ির সুবিধা-অসুবিধা (EV or Hybrid):
  • হাইব্রিড গাড়িতে ব্যাটারি ব্যবহার করা হয় না। ফলে ব্যাটারি চার্জ দেওয়ার কোন ঝক্কি পোহাতে হয় না।
  • পেট্রোল ইঞ্জিন থাকার ফলে আলাদা কোন জ্বালানি ব্যবহার করতে হয় না।
  • সাধারণজ্বালানি গাড়ি থেকে ভালো মাইলেজ যেতে পারে ।
  • এই ধরনের গাড়ির দাম জ্বালানি গাড়ির দামের কাছাকাছি।.
  • হাইব্রিড গাড়ির দূষণ বৈদ্যুতিক গাড়ির থেকে বেশি।
  • হাইব্রিড গাড়িতে যান্ত্রিক জটিলতা বেশি-পেট্রল ইঞ্জিন এবং বৈদ্যুতিক মোটর চার্জ রাখার জন্য রি জেনারেটিভ ব্রেকিং সিস্টেমে।
  • ভারতে যেহেতু জ্বালানির দাম বেশি তাই হাইব্রিড গাড়ির বিকল্প কম।
বৈদ্যুতিক গাড়ির সুবিধা ও অসুবিধা (EV or Hybrid):
  • পেট্রল ইঞ্জিন না থাকায় পরিবেশ দূষণ কম হয়।
  • বৈদ্যুতিক গাড়িতে কোন ইঞ্জিন থাকে না। সম্পূর্ণ ব্যাটারিতে চলে।
  • সাধারণ গাড়ি থেকে বৈদ্যুতিক গাড়িতে অনেক বেশি মাইলেজ পাওয়া যায়।
  • বৈদ্যুতিক গাড়িতে অনেক বেশি সুরক্ষাপাওয়া যায়। যা চালকের কাজ সহজ করে দেয়।
  • বৈদ্যুতিক গাড়ির দাম জ্বালানি গাড়ি বা হাইব্রিড গাড়ি থেকে বেশি হয়।
  • গাড়ির মাইলেজ বেশি হওয়া সত্বেও লং টিপে যাওয়ার জন্য একটু অসুবিধা হয়। কারণ দেশের
    সব জায়গায় চার্জিং পয়েন্ট থাকে না।
Advertisements