Every day so many kilometers of national highways are being constructed in India: আসছে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র ক্ষমতার রাশ টানতে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে নিজ নিজ দল। ভোটকে কেন্দ্র করে চলছে নানান কাজকর্ম। তবে এই নির্বাচন কিন্তু উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়নি। নির্বাচনের কাজ যেমন চলছে পাশাপাশি দেশের উন্নয়নও চলছে। তৈরি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় একের পর এক যাতায়াতের পথ। বাড়ছে জাতীয় সড়কের (National Highways) দৈর্ঘ্য। দিন প্রতি কত কিলোমিটার করে রাস্তা তৈরি হচ্ছে? সেই খাতে দিন প্রতি কত অর্থই বা ব্যয় হচ্ছে? সাম্প্রতিক প্রকাশিত হয়েছে তার হিসেব-নিকেশ। আসুন দেখে নেওয়া যাক।
উন্নয়নের জোয়ারে ভাসছে ভারত। চলছে দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন বিভাগের উন্নয়ন। কোথাও রেলপথের উন্নয়ন হচ্ছে, কোথাও পর্যটন কেন্দ্র উন্নয়ন হচ্ছে তো কোথাও আবার সড়কপথের। সাধারণ মানুষকে সুবিধা দিতে ভারত সরকার নানা দিক দিয়েই দেশের উন্নয়ন কার্য চালিয়ে যাচ্ছে। তেমনি প্রকাশ্যে এসেছে জাতীয় সড়ক (National Highways) দৈর্ঘ্য বৃদ্ধির খবর। তৈরি হচ্ছে দেশের একাধিক জায়গায় একাধিক রাস্তা।
কেন্দ্র সরকারের এই সড়ক পথের উন্নয়ন আজকের নয়। বেশ কয়েক বছর ধরেই চলছে। সেই অনুযায়ী প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে কিলোমিটারের পর কিলোমিটার জাতীয় সড়কের দৈর্ঘ্য। খবর হয়েছে ২৭ কিলোমিটার করে প্রতিদিন তৈরি হচ্ছে জাতীয় সড়ক। যার পিছনে দিন প্রতি ব্যয় হচ্ছে ৭০০ কোটি টাকা করে। দৈনিক হিসেব বলছে পূর্বের তুলনায় জাতীয় সড়ক তৈরির খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
দৈনিক হিসেব-নিকেশ বলছে, ২০১৮-১৯ অর্থবর্ষে সড়ক পথ উন্নয়নে দিন প্রতি খরচ হতো ১৯০ কোটি টাকা করে। সেই হিসেবে চলতি অর্থবর্ষে খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। খরচ বৃদ্ধির কারণে ২০২৩ থেকে ২৪ অর্থবর্ষে জাতীয় সড়কপথ উন্নয়নে ২.৬৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। যা ২০১৯ সালে বরাদ্দ করা টাকার তিন গুণ। গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসেব বলছে ইতিমধ্যেই চলতি অর্থবর্ষে বরাদ্দ করা টাকার ১.৩৪ লক্ষ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। যা ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত খরচ করা অর্থের চারগুণ।
খরচ অনুযায়ী দিন প্রতি জাতীয় সড়কের (National Highways) দৈর্ঘ্য কত করে বৃদ্ধি পাচ্ছে? হিসেব বলছে ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ মাসে দিন প্রতি ২৫ কিলোমিটার করে রাস্তা তৈরি হচ্ছিল। বর্ষার সময়ে সড়ক বৃদ্ধির দৈর্ঘ্য কমে যায়। অগাস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত দিন প্রতি ২১ কিলোমিটার করে রাস্তা তৈরি হচ্ছিল। তবে চলতি অর্থবর্ষের জানুয়ারি থেকে তা বেড়ে আবার দিন প্রতি ২৫ কিলোমিটার করে জাতীয় সড়ক পথ তৈরি হচ্ছে। সেই হিসেবে অনুযায়ী বছরে মোট রাস্তা তৈরি হয়েছে ৯০৮৮ কিলোমিটার। তার আগে ২০২০ থেকে ২১ অর্থবর্ষে রাস্তা তৈরীর দৈর্ঘ্য অনেকটাই বাড়া ছিল। মোট রাস্তা তৈরি হয়েছিল ১১ হাজার ১৪৩ কিলোমিটার।