বাংলার প্রতিটি ঘর হবে স্মার্ট! Jio কর্তা আম্বানির বিশেষ ঘোষণা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাংলায় বাণিজ্য টানতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আয়োজন করা হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এই বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকা শিল্পপতিদের মধ্যে অন্য একজন হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি এই সম্মেলনে উপস্থিত থেকে বাংলার জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন।

Advertisements

মুকেশ আম্বানি, বাণিজ্য সম্মেলনে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) ভূয়সী প্রশংসা করেন। মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসার পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্যও আগামী দিনে তিনি কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন তাও খোলসা করেন এই বাণিজ্য সম্মেলনে। এখানেই উঠে আসে আগামী দিনের বাংলার প্রতিটি ঘরকে স্মার্ট বানানোর প্রসঙ্গ। কিভাবে মুকেশ আম্বানি এই কাজ করবেন?

Advertisements

মুকেশ আম্বানির কথা অনুযায়ী বাংলার প্রতিটি ঘর এবার স্মার্ট হয়ে যাবে জিও এয়ার ফাইবারের (Jio AirFiber) হাত ধরে। ব্রডব্যান্ড পরিষেবায় মুকেশ আম্বানির সংস্থা একের পর এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। এই বৈপ্লবিক পরিবর্তনের যাত্রা শুরু হয়েছিল জিও ফাইবারের হাত ধরে। এবার সেই জায়গায় পরিবর্তন এনে আরও অত্যাধুনিক পরিসেবা পৌঁছে দেওয়ার জন্য লঞ্চ হয়েছে জিও এয়ার ফাইবার। সেই পরিষেবায় আগামী দিনে বাংলার প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

Advertisements

এর পাশাপাশি মুকেশ আম্বানি জানান, ইতিমধ্যেই বাংলার অধিকাংশ জায়গাতেই জিওর 5G পরিষেবা রোলআউট হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গায় এই পরিষেবা পৌঁছাতে বাকি রয়েছে তাও খুব দ্রুত পৌঁছে যাবে। এরই সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি জিও এয়ার ফাইবার পরিষেবা পৌঁছে দেওয়া হবে। জিও এয়ার ফাইবার পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের ১০০০ টাকা ইনস্টলেশন চার্জে লাগবে। তবে যদি কেউ দীর্ঘমেয়াদি প্ল্যান নেন সেক্ষেত্রে ওই গ্রাহকের ইনস্টলেশন চার্জ মুকুব হবে। জিও এয়ার ফাইবার 1Gbps গতিতে ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম।

জিও এয়ার ফাইবারের প্ল্যানের দাম শুরু হচ্ছে মাত্র ৫৯৯ টাকা থেকে। ৫৯৯ টাকায় গ্রাহকরা এক মাসের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানটিতে দেওয়া হবে ৩০ Mbps গতিতে ইন্টারনেট পরিষেবা এবং তার সঙ্গে থাকবে ৫৫০ টি ডিজিটাল চ্যানেল ও একাধিক ওটিপি প্ল্যাটফর্ম সাবসক্রিপশন। একইসঙ্গে আর একাধিক প্ল্যান রয়েছে এই পরিষেবায়। সুতরাং গ্রাহকরা নিজেদের পছন্দমত প্ল্যান নিয়ে বাড়ি এবং অফিস যে কোন জায়গায় এই পরিষেবা উপভোগ করতে পারবেন।

Advertisements