পরিচয়পত্রের ভূমিকায় রেশন কার্ড, সবার জন্য আবেদনের দরজা খুলছে আগামী মাসে

নিজস্ব প্রতিবেদন : শুধু দারিদ্র্যসীমার নিচে নয়, দারিদ্র সীমার উপরের পরিবারদের জন্য রেশন কার্ডের দরজা খুলছে, ঘোষণা রাজ্য সরকারের। কাজেই চিরাচরিত যে রেশন কার্ড, তার প্রয়োজন ফুরিয়েছে। পরিবর্তে দারিদ্র সীমার উপরে বসবাসকারীদের সরকারি পরিচয় পত্র হিসাবে ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ড দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। পাশাপাশি এই কার্ডে গৃহস্থালির কেনাকাটায় পাওয়া যাবে কিছুটা ছাড়ের সুবিধাও। নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবারের জন্য বহুল প্রতীক্ষিত এই রেশন কার্ডের আবেদনের দরজা খুলে যাচ্ছে আগামী নভেম্বর মাসে।

খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ নভেম্বর থেকে দারিদ্র সীমার উপরের পরিবারদের জন্য ডিজিটাল রেশন কার্ডের আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করার জন্য সংশ্লিষ্ট রেশন দোকান অথবা খাদ্য দপ্তরের অফিস থেকে ১০ নাম্বার ফর্ম সংগ্রহ করতে হবে গ্রাহকদের। এছাড়াও আবেদন করা যাবে অনলাইনে।

৫ ই নভেম্বর থেকে ডিজিটাল রেশন কার্ড সম্পর্কিত দ্বিতীয় পর্যায়ের স্পেশাল ক্যাম্প শুরু হচ্ছে রাজ্য জুড়ে। অনলাইন ছাড়াও বিডিও অফিস, পৌরসভা, কর্পোরেশনের বোরো অফিসে আবেদনপত্র জমা দেওয়া যাবে। সেখানে বিত্তশালীরা তাদের ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত ১০ নম্বর ফর্ম জমা দিতে পারবেন। পাশাপাশি এই বিশেষ ক্যাম্পে ৩ ও ৯ নাম্বার ফর্মও জমা করা যাবে।