Reliance Jio Airfiber: তার অতীত! Jio আনছে এমন এক ব্রডব্যান্ড পরিষেবা, যা চমকে দেবে বিশ্বকে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Reliance Jio Airfiber is Coming soon: খুব শীঘ্রই আসতে চলেছে Reliance Jio এর একটি ওয়্যারলেস (Wireless Wifi) ইন্টারনেট সার্ভিস। নতুন লঞ্চ করা এই ওয়্যারলেস ইন্টারনেট এর নাম Reliance Jio AirFiber। এই সংস্থাটি গত বছর তাদের বার্ষিক সাধারণ সম্মেলনের সময়ই ডিভাইসটির ঘোষণা করেছিল। জানেন কি এর দাম কত হতে পারে? জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, আগামী আর কয়েক মাসের মধ্যেই ডিভাইসটি লঞ্চ হবে। এই রিপোর্টে Reliance Jio র প্রেসিডেন্ট কিরণ থমাসকে উদ্ধৃত করে বলা হয়েছে, এই ডিভাইসটি প্রতিটি বাড়িতে সংযুক্ত থাকার কোম্পানির স্বপ্নকে পূরণ করবে। 2022 AGM-এর সময় মুকেশ আম্বানি জানিয়েছিলেন, যারা Jio AirFiber ব্যবহার করছেন তারা ফাইবারের মতো স্পিডে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। সেই সঙ্গেই আবার বিবিধ লো ল্যাটেন্সি এবং হাই-ব্যান্ডউইধ অ্যাপ্লিকেশন উপভোগ করা, WiFi সাপোর্ট সহ অনেক কিছুই পেয়ে যাবেন।

Advertisements

আপনারা সবাই জানেন যে Reliance Jio AirFiber হল একটি নতুন পরিষেবা, যা 5G প্রযুক্তির উপরে ফাইবারের মতো স্পিড দিতে সক্ষম হবে। এর ইউজ়াররা (Wireless Wifi) এটির মাধ্যমে অফিসে বা বাড়িতে 1Gbps স্পিডে ইন্টারনেট এর মজা উপভোগ করতে পারবেন। এই ইন্টারনেটের সুবিধা নিতে আপনাকে জাস্ট প্লাগইন করতে হবে এবং ডিভাইসটি টার্ন অন করতে হবে। তাহলেই আপনি রাউটারের মতোই এটিকে ব্যবহার করতে পারবেন।

Advertisements

একনজরে দেখে নিন এর ফিচারসগুলি। এতে (Wireless Wifi) আছে প্যারেন্টাল কন্ট্রোল এবং Wi-Fi 6 সাপোর্ট। টিভিতে দেখার জন্য Reliance Jio Airfibe সেটটপ বক্সের সঙ্গে আছে সিমলেস ইন্টিগ্রেশন। একটি অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে ইন্টিগ্রেশন ও ইনস্টলেশন করতে পারবেন। নেটওয়ার্কে আছে একাধিক ওয়েবসাইট ও ডিভাইস ব্লক করার ক্ষমতা।

Advertisements

এই নতুন ওয়াই-ফাই ডিভাইসটি উপভোগ করতে প্রথমে এটি ইনস্টল করুন এবং আপনাকে কোনও ঝক্কি পোহাতে হবে না। আপনাকে Reliant Jio AirFiber প্লাগইন করতে হবে এবং তা অন করলেই আপনি দ্রুত গতির এই ইন্টারনেট উপভোগ করতে পারবেন। আপনি যখনই ডিভাইসটি টার্ন অন করবেন, তখন এটি আপনার বাড়ি বা অফিসে পার্সোনাল Wi-Fi চালু করবে।

যেরকম গতিতে ব্যবহারকারীরা 5G স্পিড উপভোগ করেন, সেই একই গতিতেই এই Reliance Jio AirFiber স্পিড দিতে পারে, যা 1.5Gbps-এর কাছাকাছি। মুম্বইয়ের এই টেলিকম জায়ান্টটি জানিয়েছে, এই নতুন পরিষেবার মাধ্যমে সত্যিকারের 5G খুব দ্রুততার সঙ্গে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে এবং সর্বোপরি একটা বিশ্বস্ত ওয়াই-ফাই কভারেজ দিতে সাহায্য করবে। এই ডিভাইসটি একটি বাড়ি বা অফিসের 1000 বর্গ ফুট এলাকা জুড়ে কাজ করবে।

Advertisements