Everything that came to the middle class in Budget 2024: ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই ঘোষণা করা হলো ভারতের অন্তর্বর্তী বাজেট (Budget 2024)। সামনেই আসছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনের আগে সারা দেশের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের নেতৃত্বে ঘোষিত হল এই বাজেট। অন্তর্বর্তী বাজেটে আয়কর সংক্রান্ত বিষয় নিয়ে অর্থমন্ত্রী ঠিক কি ঘোষণা করেন সেই দিকে তাকিয়ে ছিলেন দেশের সাধারণ চাকরিজীবি মধ্যবিত্ত মানুষরা। অনেকের আশা ছিল লোকসভা নির্বাচনের আগে পেশ হওয়া এই বাজেটে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আয়কর সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ছাড় দেওয়া হতে পারে।
কিন্তু সমস্ত জল্পনা এবং আশা আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন বাজেট পেশ করার সময় প্রত্যক্ষ ও পরোক্ষ করের ক্ষেত্রে কোনো পরিবর্তন করলেন না। ভারতীয় আয়কর আইন অনুসারে নতুন কর কাঠামোর ভিত্তিতে ৭ লাখ টাকা পর্যন্ত আয়ে ছাড় মিলবে। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন পুরনো কর কাঠামোর ছাড় গুলিতে কোনো বদল করা হচ্ছে না। এই দিন বাজেট (Budget 2024) পেশ করার সময় অন্তর্বর্তীকালীন বাজেটে আয়করের বিষয়গুলি পরিবর্তন না করার সিদ্ধান্ত কেন গ্রহণ করা হয়েছে সে প্রসঙ্গেও বিস্তারিত বিবরণ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
তিনি জানিয়েছেন “নির্বাচনের বছর হওয়ায় কর নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি”। পরপর দুই বার লোকসভা নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার গঠিত হয়েছিল। আসন্ন লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয়বার নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে গড়ে ওঠা সরকারের এই শেষবার অন্তবর্তী বাজেট পেশ করা হলো। ২০১৯ সালে অন্তর্বর্তী বাজেট ঘোষণাকালে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক বিরোধীরা। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিরোধীদের এ জাতীয় প্রশ্ন তোলার আর কোনো সোহাগ না দিয়ে ঘোষণা করেন চলতি বছরের মার্চ পর্যন্ত যে কর ব্যবস্থা দেশে বহাল রয়েছে সেটিই পরবর্তী বাজেট পর্যন্ত বহাল থাকবে। লোকসভা নির্বাচনের পর জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে নতুন সরকার।
আরও পড়ুন ? Economic Corridor Project: চীনের ঘুম উড়াল ২৪-এর বাজেট! তৈরি হবে নতুন করিডোর, পাত্তা পাবে না জিনপিং
বর্তমানে আমাদের দেশের পুরনো কর কাঠামো অনুযায়ী বছরে ২.৫০ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর দিতে হয়। তবে সে ক্ষেত্রে কর কাঠামো অনুসারে সর্বনিম্ন হারে এই কর প্রদান করা হয়। অনেকেই আশা করেছিলেন অন্তর্বর্তী বাজেট (Budget 2024) পেশ করার সময় এই পরিমাণটি আরো ৫০ হাজার টাকা বাড়ানো হতে পারে। সেই সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ও ৫০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার করা হবে বলে আশা করেছিলেন বহু মধ্যবিত্ত মানুষ। তবে এদিন বাজেট ঘোষণায় তারা আশানুরূপ ফল পাননি। তবে এদের সংসদ ভবনে কর সংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্য রাখার সময় নির্মলা সীতারামন জানান পুরনো কর কাঠামো অনুযায়ী যদি কোনো করদাতার গরমিল থাকে তবে ২৫০০০ টাকা পর্যন্ত ছাড় দেবে কেন্দ্র।