নিজস্ব প্রতিবেদন : যে সকল চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল (WB Lady Police Recruitment) হিসাবে চাকরির স্বপ্ন দেখছেন তাদের জন্য সুখবর। কেননা এবার রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ওই সকল আবেদনকারী চাকরিপ্রার্থীদের পরীক্ষার দিন ঘোষণা করে দেওয়া হলো। পরীক্ষার দিন ঘোষণা করে দেওয়ার পাশাপাশি কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে এবং পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় কি কি নিয়ম পালন করতে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে।
আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর আগামী ২১ জানুয়ারি ২০২৪ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মহিলা কনস্টেবল পদে নিয়োগের জন্য পরীক্ষা নিতে চলেছে। এই পরীক্ষা সংক্রান্ত আরও যাবতীয় তথ্য চাকরি প্রার্থীরা জানতে পারবেন রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এ। পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় তথ্য ওই ওয়েবসাইট থেকে জানা যাবে।
রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারি ২০২৪ থেকে চাকরি প্রার্থীরা তাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য চাকরিপ্রার্থীদের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। যে সকল চাকরি প্রার্থীরা এইসব মহিলা কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন করেছেন তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে।
আরও পড়ুন ? পুলিশ কনস্টেবলের ব্যাটা থেকে ডন! দেশ-বিদেশে টাকা আর টাকা, কত সম্পত্তির মালিক দাউদ
চাকরির পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একাধিক নিয়মাবলী মেনে চলতে হবে চাকরিপ্রার্থীদের। ২১ জানুয়ারি ২০২৪ লিখিত পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ছাড়া কোনভাবেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। যাতে কোথাও কোনো রকম অসঙ্গতি না ঘটে তার জন্য পুলিশের তরফ থেকে কড়া নজরদারি চালানো হবে। অ্যাডমিট কার্ড প্রসঙ্গ ছাড়াও আরও কয়েকটি নিয়মাবলির কথা জানানো হয়েছে পরীক্ষার্থীদের জন্য।
অ্যাডমিট কার্ড ছাড়া যেমন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না ঠিক সেই রকমই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না মোবাইল ফোন, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর সহ অন্যান্য কোন ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে। এছাড়াও ফুলহাতা জামা এবং হাই হিল জুতো পরেও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। এছাড়াও আরও বেশ কিছু নিয়মের কথা বলা হয়েছে। আর সেই সকল নিয়ম না মানলে কোনভাবেই চাকরিপ্রার্থীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না