ট্রেনে সফর করার সময় এর থেকে বেশি লাগেজ নিয়ে গেলেই জরিমানা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দূর-দূরান্তে ভ্রমণ (Tour) হোক অথবা দরকারি কাজ, দেশের সাধারণ মানুষ মূলত নিজেদের যাত্রার জন্য বিমান (Plane) অথবা রেল (Train) পরিষেবাকেই বেছে নিয়ে থাকেন। তবে এই রেল পরিষেবা (Indian Railway) সাধারণ মানুষের হাতের নাগালে থাকার দরুন এর উপরেই বেশি নির্ভরশীল হন তারা। আবার দূর-দূরান্তে ভ্রমণ অথবা কাজের ক্ষেত্রে যাওয়ার জন্য নিজেদের সঙ্গে নিয়ে যেতে হয় জরুরী জিনিসপত্র। ট্রেনে সফরকালে এই জরুরী জিনিসপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রেও রয়েছে একটি নির্দিষ্ট নিয়ম।

Advertisements

আমরা সাধারণত লাগেজ (baggage) ক্যারির উর্ধ্বসীমা বলতে বিমানযাত্রার ক্ষেত্রেই মনে করে থাকি। কিন্তু এমনটা নয়। বিমান যাত্রার ক্ষেত্রে যেমন লাগেজ বহন করার একটি উর্ধ্বসীমা রয়েছে ঠিক তেমনি ট্রেনের সফরকালেও লাগেজ বহন করার ক্ষেত্রে রয়েছে একই ধরনের উর্ধ্বসীমা নিয়ম মেনে চলার রীতি। সেই নিয়ম না মানা হলে ছাত্রীদের জরিমানার সম্মুখীন হতে হয়।

Advertisements

এই নিয়ম দীর্ঘদিনের হলেও অধিকাংশ যাত্রীরাই এই নিয়ম সম্পর্কে অবগত নন। তবে আগামী দিনে মোটা অঙ্কের জরিমানা এড়াতে ট্রেনে সফরকালে অবশ্যই এই নিয়ম মেনে চলুন, তা না হলে আনন্দ মাটি হতে পারে। রেলের নিয়ম অনুসারে ট্রেনের সফরকালে লাগেজের উর্ধ্বসীমা বহন করার যে নিয়ম রয়েছে সেই তালিকা সামনে এসেছে।

Advertisements

১) এসি ফার্স্ট ক্লাস : এই টিকিটের যাত্রীরা ফ্রী অ্যালাওয়েন্স হিসাবে ৭০ কেজি, মার্জিনাল অ্যালাওয়েন্স হিসাবে ১৫ কেজি, অনুমোদিত সর্বোচ্চ পরিমাণ ফ্রী অ্যালাওয়েন্স ১৫০ কেজি লাগেজ বহন করতে পারবেন।

২) এসি ২ টিয়ার স্লিপার/ফার্স্ট ক্লাস : এই টিকিটের যাত্রীরা ফ্রী অ্যালাওয়েন্স হিসাবে ৫০ কেজি, মার্জিনাল অ্যালাওয়েন্স হিসাবে ১০ কেজি, অনুমোদিত সর্বোচ্চ পরিমাণ ফ্রী অ্যালাওয়েন্স ১০০ কেজি লাগেজ বহন করতে পারবেন।

৩) এসি ৩ টিয়ার স্লিপার/এসি চেয়ার কার : এই টিকিটের যাত্রীরা ফ্রী অ্যালাওয়েন্স হিসাবে ৪০ কেজি, মার্জিনাল অ্যালাওয়েন্স হিসাবে ১০ কেজি, অনুমোদিত সর্বোচ্চ পরিমাণ ফ্রী অ্যালাওয়েন্স ৪০ কেজি লাগেজ বহন করতে পারবেন।

৪) স্লিপার ক্লাস : এই টিকিটের যাত্রীরা ফ্রী অ্যালাওয়েন্স হিসাবে ৪০ কেজি, মার্জিনাল অ্যালাওয়েন্স হিসাবে ১০ কেজি, অনুমোদিত সর্বোচ্চ পরিমাণ ফ্রী অ্যালাওয়েন্স ৮০ কেজি লাগেজ বহন করতে পারবেন।

৫) সেকেন্ড ক্লাস : এই টিকিটের যাত্রীরা ফ্রী অ্যালাওয়েন্স হিসাবে ৩৫ কেজি, মার্জিনাল অ্যালাওয়েন্স হিসাবে ১০ কেজি, অনুমোদিত সর্বোচ্চ পরিমাণ ফ্রী অ্যালাওয়েন্স ৭০ কেজি লাগেজ বহন করতে পারবেন।

তবে এর চেয়েও বেশি লাগেজ বহন করতে পারেন যাত্রীরা। সে ক্ষেত্রে যাত্রীকে অবশ্যই আগে থেকে টিকিট বুক করার সময় আলাদা লাগেজ ভ্যান বুক করতে হবে।

Advertisements