Post Office Interest Rate: কম সময়ে তরতরিয়ে টাকা হবে দ্বিগুণ! পোস্ট অফিস নিয়ে এলো ধামকাদার স্কিম

Invest in post office to double your money: ভবিষ্যতের জন্য প্রত্যেকটা মানুষই চায় কিছু পরিমাণ অর্থ সঞ্চয় করে রাখতে। কিন্তু কোথায় বিনিয়োগ করবেন সেই বিষয়ে অনেকেই বেশ চিন্তিত। বর্তমান যুগে পোস্ট অফিস কিংবা ব্যাংক দুই জায়গায় আপনি চোখ বন্ধ করে বিনিয়োগ করতে পারবেন। আজকাল পোস্ট অফিসের কিছু কিছু স্কিমে আপনি ব্যাংকের থেকেও রিটার্ন বেশি পাবেন (Post Office Interest Rate)। আপনি পোস্ট অফিসের সেভিংস স্কিমে বিনিয়োগ করতে পারবেন এবং এতে রিটার্ন বেশ ভালো। এখানে বলা হচ্ছে কিষাণ বিকাশ পত্রের বিষয়ে। পোস্ট অফিসের এই স্কিমটি যথেষ্ট পরিমাণে নিরাপদ এবং আপনার টাকা ১১৫ মাসেই হয়ে যাবে দ্বিগুণ।

পোস্ট অফিসে বিভিন্ন ধরনের সেভিংস স্কিম রয়েছে এবং এতে বিভিন্ন বয়সের মানুষ এই টাকা জমাতে পারেন। ভবিষ্যতের জন্য নিরাপদ ও সুরক্ষিতভাবে যদি পোস্ট অফিসে টাকা জমাতে চান তাহলে কিষান বিকাশ পত্রের জুড়ি মেলা ভাড়। এই স্কিমে আপনার টাকা দ্বিগুণ হতে বাধ্য। সরকার এই স্কিমে বিনিয়োগ করা পরিমাণের সুদের হারও বাড়িয়েছে (Post Office Interest Rate)। কিষান বিকাশ পত্রের ক্ষেত্রে বছরের শুরুতে সুদের হার ছিল ৭ শতাংশ, তা বর্তমানে ১ জুলাই ২০২৩ থেকে বেড়ে হয়েছে ৭.৫ শতাংশ।

কিষাণ বিকাশ পত্র স্কিমে সরকার সুদের হার (Post Office Interest Rate) বাড়িয়ে সুবিধা করছে বিনিয়োগকারীদের। এর ফলে বিনিয়োগের পরিমাণও অনেক বেশি হবে। তেমনই এতে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করার মেয়াদও কমছে। চলতি বছরের একেবারে শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে, সরকার কিষাণ বিকাশ পত্রের মেয়াদ ১২৩ মাস থেকে কমিয়ে ১২০ মাস করেছিল। কিন্তু সম্প্রতি তা কমিয়ে ১১৫ মাস করা হয়েছে।

কিষান বিকাশ পত্রের ক্ষেত্রে আপনি ন্যূনতম হাজার টাকা থেকেই বিনিয়োগ শুরু করতে পারেন। পোস্ট অফিসের এই লাভজনক স্কিমের ন্যূনতম অর্থের পরিমাণ নির্দিষ্ট করা থাকলেও আপনি সবথেকে বেশি যে কোন পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ যত বেশি লাভ তত বেশি হবে এই স্কিমের আওতায়। আপনি চাইলে সিঙ্গেল অ্যাকাউন্ট কিংবা যৌথ অ্যাকাউন্ট দুটোই খুলতে পারেন। এখানে সুদের হারও লাভজনক হবে (Post Office Interest Rate)।

বিনিয়োগকারী চাইলে স্কিমের মেয়াদ শেষ হওয়ার আগেই বন্ধ করে দিতে পারে তাদের অ্যাকাউন্ট। বিনিয়োগ শুরু হওয়ার আড়াই বছর পরে বিনিয়োগকারী নিজের অ্যাকাউন্ট চাইলেই বন্ধ করে দিতে পারেন।