CAB বা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এত বিতর্ক! জারি হবে কিভাবে?

CAB বিল নিয়ে বিক্ষোভ উত্তর পূর্ব ভারত ও অসমে। কিভাবে এই বিল জারি হবে এইসব অঞ্চলে – জেনে নিন।

নিজস্ব প্রতিবেদন : গত দুদিনে পর পর লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়া Citizenship Amendment Bill (CAB) নিয়ে দেশের নানান রাজ্য উত্তাল হয়ে উঠেছে, উত্তাল হয়ে উঠেছে নানান অঞ্চল। নানান ভাবে এই বিলটিকে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে নাগরিকদের মধ্যে। বিশেষ করে আসামে এই বিল নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে নাগরিকদের মধ্যে।

চারটি রাজ্যকে ইতিমধ্যেই এই বিলটির বাইরে রাখা হয়েছে।অসমেরও কিছু অঞ্চলকে এই বিলের আওতায় না নেওয়া হলেও আসামের বৃহত্তর অঞ্চলকেই CAB বিলের আওতায় রাখা হয়েছে। এই বিলের বিরুদ্ধে সবথেকে ব্যাপকভাবে বিক্ষোভ দেখা গেছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে, বিশেষত আসামে।

CAB বিলের প্রতিবাদের জেরে ইতিমধ্যেই ত্রিপুরা, আসামের ট্রেন, ফ্লাইট পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। অন্যদিকে আসাম ও ত্রিপুরার রঞ্জি ট্রফি গেমসের চতুর্থ দিন প্রতিবাদের জেরে হওয়া কার্ফিউয়ের কারণে বন্ধ রাখতে হয়। উত্তর পূর্ব অঞ্চলের বেশকিছু অংশকে এই বিলের আওতায় না রাখা হলেও সেইসব অঞ্চলেও হয়েছে বিক্ষোভ।

• কোন কোন অঞ্চলকে এই বিলের আওতায় রাখা হয়নি –

CAB বিলের থেকে কোনো অঞ্চলকে বাদ রাখার প্রসঙ্গে দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে কেন্দ্র সরকার।

• ইনার লাইন পারমিট (আইএলপি) দ্বারা সুরক্ষিত অঞ্চল: এর অর্থ হলো এই অঞ্চলে ভারতের অন্য কোনো রাজ্য থেকে কোনো ব্যক্তি প্রবেশ করতে চাইলে রাজ্য সরকারের কাছ থেকে আইএলপি অনুমতিপত্র নিতে হবে। আইএলপি অনুমতি ছাড়া দেশের অন্য কোনো অঞ্চলের মানুষ এই অঞ্চলে প্রবেশ করতে পারবেননা। এই অঞ্চলগুলিকে CAB বিলের আওতায় রাখা হয়নি।

•ষষ্ঠ তফসিল: ভারতের আদিবাসী অঞ্চলের মানুষদের সম্প্রদায়ের স্বশাসনের দিকে খেয়াল রেখে উত্তর পূর্ব ভারতের কিছু অঞ্চলে Autonomous District Council (ADC) চালু আছে। এই অঞ্চলের জেলা কাউন্সিল এই অঞ্চলের আদিবাসীদের জন্য আইন তৈরি করেন।এই সব অঞ্চলগুলোকে CAB বিলের আওতায় রাখা হয়নি।

• এইসব রাজ্যগুলিতে CAB কিভাবে জারি হবে?

অসম – অসমে তিনটি স্বায়ত্তশাসিত জেলা পরিষদ রয়েছে, এর মধ্যে দুটি ভৌগলিকভাবে সুসংগত। এই অঞ্চলগুলি বাদে বাকি অসমের বৃহত্তর পরিধিতেই CAB বিল কার্যকর করা হবে।

মেঘালয়: মেঘালয় রাজ্যেও তিনটি এডিসি রয়েছে। শিলংয়ের একটি ছোট্ট অঞ্চল বাদে বাকি মেঘালয়ের সব অঞ্চলগুলো এডিসির অধীনে থাকায় শিলংয়ের সেই ছোট্ট অঞ্চলেই কার্যকরী হবে CAB।

ত্রিপুরা: একটি এডিসিই এই রাজ্যের ৭০ শতাংশ অঞ্চল জুড়ে আছে। বাকি ৩০% ঘনবসতিপূর্ণ অঞ্চলে কার্যকর হবে CAB।

অরুণাচল প্রদেশ: এই রাজ্যের সম্পূর্ণটাই আইএলপির আওতায় থাকায় এই রাজ্যে কার্যকর হবেনা CAB বিল।

নাগাল্যান্ড: পূর্বে দিমাপুর ছাড়া সমগ্র রাজ্য আইএলপির অধীনে ছিল কিন্তু বর্তমানে আইএলপি দিমাপুরেও জারি হওয়ায় সমগ্র রাজ্য এই বিলের আওতার বাইরে।

মিজোরাম: আইএলপি এবং ষষ্ঠ তফসিলি, দুই দিক থেকেই এই রাজ্য CAB বিল থেকে সুরক্ষিত।

মণিপুর: পুরো রাজ্য নতুন আইএলপি সুরক্ষা পেয়েছে। রাজ্যটি কোনও বিকল্পের আওতায় সুরক্ষিত ছিল না, তবে সংসদে CAB বিল পাসের পর সরকার মণিপুরেও আইএলপি চালু করেছে।