ফের বিস্ফোরণে কেঁপে উঠলো বীরভূম

লাল্টু : এ যেন থামতেই চায় না, একের পর এক বিস্ফোরণ বীরভূমে, এবার ঘটনাস্থল খয়রাশোল। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ খয়রাশোল ব্লকের লোকপুর থানা এলাকার গাংপুর গ্রামে বাবলু মণ্ডলের বাড়িতে ঘটে বিস্ফোরণের ঘটনা।

বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি সেখানে ছুটে এলে দেখতে পাই তছনছ হয়ে গেছে পুরো বাড়ি। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। বিস্ফোরণের সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা খবর দেন লোকপুর থানায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী, রাতভর টহলদারিতে রয়েছে লোকপুর থানার পুলিশ। পাশাপাশি গ্রামজুড়ে চলছে তল্লাশি। পুলিশের প্রাথমিক অনুমান মজুদ বোমা থেকেই এই বিস্ফোরণ।

বিস্ফোরণ ঘটতে না ঘটতে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা, তৃণমূল কংগ্রেসের দাবি বাবলু মন্ডল বিজেপি সদস্য। পাশাপাশি বিজেপির দাবি বাবলু তৃণমূলের তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর সদস্য। বিজেপির সাথে তার কোনো সম্পর্ক নেই।

ইতিমধ্যেই বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ঘটনায় নিরঞ্জন মন্ডল এবং মৃত্যুঞ্জয় মন্ডল নামে দুজনকে গ্রেপ্তার করে লোকপুর থানার পুলিশ। যাদের আজ দুবরাজপুর আদালতে তোলা হলে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। অন্যদিকে বাড়ির মালিক বাবলু মণ্ডল পলাতক। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে আরও পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে লোকপুর থানার পুলিশ।