Prediction of Assembly Election: ২৬-এর ভাবি বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ফোরক মন্তব্য কুণালের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Prediction of Assembly Election: আইন অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়ে রাজনৈতিক নির্বাচন। সেই মতো চলতি বছরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়েছে লোকসভা নির্বাচন। ক্ষমতার রাশ টানতে কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছিল সবুজ-গেরুয়া দল। চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে নির্বাচনের পর ফল প্রকাশ হয়ে গিয়েছে। ফলে বর্তমানে লোকসভা নির্বাচনের আলোচনা উড়িয়ে নতুন আলোচনা নিয়ে মেতে উঠেছে রাজনৈতিক দল। চলছে আসন্ন বিধানসভা নির্বাচন সম্পর্কিত আলোচনা। আর এই আবহেই আগামী বিধানসভা নির্বাচনের ফলাফল (Prediction of Assembly Election) কি হবে তা জানালো কুনাল ঘোষ। কি বললেন তিনি?

Advertisements

২০২৬ সালে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। সময় অনুযায়ী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে বাকি এখনো দেড় বছর। কি হবে আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল? এই নিয়ে চলছে সর্বত্র আলোচনা। তবে যে কোনো রাজনৈতিক নির্বাচনে কখন কোন দল ভারী হয় তা বলা যায় না। কিন্তু এই মন্তব্য মানতে নারাজ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। তাই নির্বাচনের আগেই তিনি জানিয়ে দিলেন আগামী বিধানসভা নির্বাচনে সবুজের অবস্থা কেমন হবে।

Advertisements

আরও পড়ুন: আগামী বছর রাজ্যের সরকারি কর্মীরা পেতে চলেছে দুর্দান্ত সুখবর! দেখে নিন একনজরে

আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে কি ভবিষ্যৎবাণী (Prediction of Assembly Election) করলেন মা মাটি মানুষের নেতা কুনাল ঘোষ? এদিন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানান ২০২১এ নির্বাচনের তুলনায় ২০২৬এর নির্বাচনে দুর্দান্ত ফলাফল করবে তৃণমূল। তিনি দাবি করেন ২০২৬এর বিধানসভা নির্বাচনে আবারো মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫০র বেশি আসন পাবে তৃণমূল।

Advertisements

আরও পড়ুন: শীঘ্রই নিয়োগ হবে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে; ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে কর্মী

এখানেই তিনি থেমে থাকেননি। তিনি এও বলেন যে লাল ও গেরুয়াকে সমর্থন করছে পুলিশ এবং প্রশাসনের একাংশ। তাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ তারা ভিতর থেকে সরকারের নামে মিথ্যা কুৎসা রটাচ্ছে। সরকারকে বদনাম করার চেষ্টা করছে। এছাড়াও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যারা বাম,বিজেপির দালালি করছে বা করবে তাদের ট্রান্সফার করা হবে সুন্দরবনের বাঘ পাহারায় অথবা কোচবিহারে। প্রতিবাদ চলতেই থাকবে। এরপরেও যদি প্রশাসন পদক্ষেপ না নেয় তাহলে থানার ভিতরে চায়ের দোকান খুলে বসে থাকার কথা বলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।

প্রসঙ্গত নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়ী হয় বিজেপি দল। আর তারপরেই সেখানকার তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গকে মারধরের অভিযোগ ওঠে। আর সেই ঘটনার ভিত্তিতেই গত বৃহস্পতিবার নন্দীগ্রাম থানা মোড়ে প্রতিবাদ সভা আয়োজিত হয়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ, জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, আক্রান্ত ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ ও তৃণমূল নেতা শেখ সুফিয়ান। আর সেই প্রতিবাদ সভাতেই আসন্ন বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎচর্চা (Prediction of Assembly Election) জানান কুনাল ঘোষ।

Advertisements