প্রসূন দাস : বিরোধীদের বারংবার অভিযোগ ‘বারুদের স্তূপে পরিণত হয়েছে বীরভূম’। যদিও সেই অভিযোগকেই প্রতিনিয়ত অস্বীকার করতে দেখা যায় শাসকদল তৃণমূলকে। তবে বারংবার জেলার বিভিন্ন প্রান্তে বোমা উদ্ধার হওয়ার ঘটনা, বিশেষ করে এদিন যেভাবে অনুব্রত গড়ে একটি সরকারি অনুষ্ঠান ভবন থেকে বোমা উদ্ধার হওয়ার ঘটনা বিরোধীদের সেই অভিযোগকেই যেন সায় দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রাম হাটসেরান্দির একটি সরকারি অনুষ্ঠান ভবনে মজুত করে রাখা হয়েছিল প্রায় ৫০টি তাজা বোমা। আর সেই বোমা মজুত করে রাখার খবর গোপন সূত্রে নানুর থানার পুলিশের কাছে যেতেই পুলিশ অতর্কিতে হানা দেয়। পুলিশের তরফ থেকে রাতভর ওই সরকারি ভবন ঘিরে রাখা হয়।
এরপর শনিবার সকালে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী এবং বোম্ব স্কোয়াডের সদস্যরা। তারা গিয়ে ওই সরকারি ভবন থেকে বোমাগুলি উদ্ধার করেন। উদ্ধারের পর সাতসকালেই সেগুলিকে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যাওয়া হয় গ্রামের বাইরে। যার পরেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। আর এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
Bomb recovered from anubrata mondal's village hatserandi. pic.twitter.com/bGA8VFVayr
— BanglaXp Official (@BanglaXpBengali) April 10, 2021
[aaroporuntag]
তবে সরকারি অনুষ্ঠান ভবনে বোমা মজুত রাখার ঘটনা বিস্ময় তৈরি করার পাশাপাশি নানান প্রশ্ন তুলতে শুরু করেছে। ভোটের মুখে কে বা কারা, কি উদ্দেশ্যে এইভাবে সরকারি অনুষ্ঠান ভবনকে কাজে লাগিয়ে বোমা মজুত রেখেছিল তা এখনো স্পষ্ট নয়। পাশাপাশি এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলেও জানা যাচ্ছে।