রেশনের ফুড কুপনের বৈধতা বাড়ালো রাজ্য সরকার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে গত বছর আগস্ট মাসে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের তৃতীয় লিঙ্গ এবং যৌনকর্মীদের ডিজিটাল রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা শুরু হয়।

Advertisements

তবে এই ডিজিটাল রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা শুরু হলেও তা সময়সাপেক্ষ, যে কারণে তারা যাতে রেশন সামগ্রী থেকে বঞ্চিত না হন তার জন্য ফুড কুপনের ব্যবস্থা করা হয়। সম্প্রতি সেই ফুড কুপনের বৈধতা বাড়ানো হলো রাজ্য সরকারের তরফ থেকে।

Advertisements

রাজ্য সরকারের তরফ থেকে এই ফুড কুপন নিয়ে ঘোষণায় জানানো হয়েছিল, এদের মধ্যে যাদের এখনও ডিজিটাল রেশন কার্ড হয়নি তারা ওই ফুড কুপনের মাধ্যমে রেশন সামগ্রী পাবেন। সেই ফুড কুপনের বৈধতা শেষ হচ্ছে আগামী ৩১ জুন। তবে তার আগেই সেই সকল ফুড কুপনের বৈধতা আরও ছয় মাস বাড়ানো হলো। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই সকল ফুড কুপনের মেয়াদ থাকবে আগামী ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত।

Advertisements

বর্তমান করোনাকালে যাতে ডিজিটাল রেশন কার্ড না থাকলেও রেশন সামগ্রী তুলতে অসুবিধা না হয় তার জন্য রাজ্য খাদ্য দপ্তরকে অনুরোধ করে দুর্বার মহিলা সমন্বয় কমিটি। আর সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে-ছিটিয়ে কয়েক হাজার তৃতীয় লিঙ্গ এবং যৌনকর্মীর মানুষেরা রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তাদের রোজগেরে টান পড়ায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। আর এই পরিস্থিতিতে অবশ্যই এই রেশন সামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Advertisements