আরও সহজ হলো পিএম কিষাণে KYC জমা, ঘরে বসেই হবে সমাধান

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের কৃষকদের (Farmers) জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প আনা হয়েছে তাদের আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য। এই সকল বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্পটি হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan)। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মধ্য দিয়ে দেশের নাম নথিভূক্ত থাকা কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। তবে এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় কৃষকদের।

Advertisements

এই সকল নিয়মের মধ্যে সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত কৃষকদের নাম এই প্রকল্পে নথিভুক্ত রয়েছে তাদের KYC পূরণ করতে হবে তবেই প্রকল্পের টাকা পাবেন। অনেক কৃষক রয়েছেন যারা ইতিমধ্যেই কেন্দ্র সরকারের এই শর্ত পূরণ করে প্রতি মাসে টাকা পাচ্ছেন। তবে আবার অনেক কৃষক রয়েছেন যারা কেওয়াইসি পূরণ করার ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। যেমন অনেকের আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত নেই, আবার অনেক কৃষক রয়েছেন যারা বয়সের কারণে আঙ্গুলের ছাপ দেওয়ার সময় সমস্যায় পড়ছেন।

Advertisements

এই সকল সমস্যা থেকে দেশের কৃষকদের উদ্ধার করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে কেওয়াইসি ব্যবস্থা আরও সহজ করা হলো। কেওয়াইসি ব্যবস্থা সরলীকরণের মধ্য দিয়ে কৃষকরা চাইলে এখন বাড়িতে বসেই নিজেদের কেওয়াইসি শর্ত পূরণ করতে পারবেন। কেওয়াইসি পূরণ করার জন্য আনা হয়েছে ফেস অথেন্টিকেশন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাই হল প্রথম কোন সরকারি প্রকল্প যেখানে তেমন ব্যবস্থা আনা হলো।

Advertisements

ফেস অথেন্টিকেশন ব্যবস্থা আসার ফলে এখন কৃষকরা নিজেদের মোবাইলে নিজেদের মুখ কেন করেই কেওয়াইসি জমা দিতে পারবেন। এর আগে কেওয়াইসি জমা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন হতো আধার নম্বরের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বরে আসা ওটিপি অথবা আঙ্গুলের ছাপ।

কেন্দ্র সরকারের তরফ থেকে এই ফিচার যুক্ত করার পর জানানো হয়েছে, পিএম কিষাণ প্রকল্প হল প্রথম সরকারি প্রকল্প যেখানে ফেস অথেন্টিকেশন-এর ব্যবস্থা আনা হল। এর মাধ্যমে ই-কেওয়াইসি করা যাবে। এই বিশেষ মোবাইল অ্যাপ সেই সকল কৃষকদের কাজে লাগবে যারা বৃদ্ধ কিংবা যাদের মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর লিঙ্কড নয়।

Advertisements