Facebook সংস্থা বদলে দিল নিজের নাম, নতুন নামে আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই জল্পনা চলছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় সংস্থা ফেসবুক (Facebook) তাদের নাম পরিবর্তন করতে পারে। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর পড়লো। বৃহস্পতিবার ফেসবুকের প্রধান নিবার্হী কর্মকর্তা মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) ফেসবুকের নাম পরিবর্তনের ঘোষণা করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্থানীয় সময় রাত্রি দশটায় এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেই ফেসবুকের নতুন নাম ঘোষণা করা হয় ‘মেটা’ (Meta)। তবে সংস্থার নাম পরিবর্তন হলেও ফেসবুক অ্যাপের নাম পরিবর্তন হচ্ছে না। নতুন নামে যে সমস্ত আত্মপ্রকাশ করল সেই সংস্থার অধীনে থাকছে ফেসবুক নামের এই একটি অ্যাপ।

এর পাশাপাশি এই সংস্থার অধীনে থাকা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য অ্যাপগুলিরও কোন নাম পরিবর্তন হবে না। এই নাম পরিবর্তনের কারণ হিসেবে জানা যাচ্ছে, যেহেতু এই একই সংস্থার অধীনে একাধিক অ্যাপ রয়েছে সেই জন্য ফেসবুক নাম থাকাটা বাঞ্ছনীয় নয় বলে মনে করেছেন উচ্চপদস্থ আধিকারিকরা।

নিজেদের সংস্থার নাম পরিবর্তন করার পর মার্ক জুকারবার্গ বলেন, “আমাদের সংস্থার বর্তমানে যে নাম রয়েছে, তাতে আমাদের পুরো কাজের প্রতিফলন হয় না। আমরা ভবিষ্যতে আমাদের এই সংস্থাকে একটি মেটাভার্স সংস্থা হিসেবে পরিচয় করাতে চাই”।

মেটাভার্স হল আসলে ভার্চুয়াল দুনিয়া। এই দুনিয়ায় মানুষ সমস্ত কাজ করতে পারবেন ভার্চুয়ালি। মনে করা হচ্ছে এই ভার্চুয়াল দুনিয়ার কথা মাথায় রেখেই ফেসবুক তাদের নাম পরিবর্তন করে রাখল মেটা। কারণ শুধু সোশ্যাল মিডিয়া নয়, এর পাশাপাশি এই সংস্থা সামাজিক যোগাযোগকেও অন্য স্তরে নিয়ে যাচ্ছে। আর এই সকল লক্ষ্যের কথা এর আগেই মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন গত জুলাই মাসে।