মেসেঞ্জার ছাড়াই হবে ভয়েস ও ভিডিও কল, নয়া ফিচার আনছে ফেসবুক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়া অ্যাপ হিসেবে বিশ্বের সবথেকে জনপ্রিয় ফেসবুক। আর এই অ্যাপের জনপ্রিয়তা ভারতে অন্যান্য অ্যাপের তুলনায় কয়েকগুণ বেশি। স্মার্টফোন ব্যবহারকারীদের অধিকাংশের কাছেই পৌঁছে গেছে এই অ্যাপ। এই অ্যাপ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই।

Advertisements

Advertisements

এই ফেসবুক অ্যাপে বিভিন্ন সুবিধা থাকার পাশাপাশি রয়েছে ভয়েস এবং ভিডিও কল করার সুবিধা। তবে এই ভয়েস এবং ভিডিও কল করার জন্য এখনো অব্দি স্মার্টফোন ব্যবহারকারীদের বাধ্যতামূলকভাবে ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপটি ব্যবহার করতে হয়। কিন্তু এবার ফেসবুক এমন একটি ফিচার আনতে চলেছে যাতে এই মেসেঞ্জার অ্যাপ ছাড়াই ভয়েস এবং ভিডিও কল করা যাবে।

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে, বিপুল জনপ্রিয় এই সোশ্যাল অ্যাপ সংস্থা তাদের ফেসবুক অ্যাপের মধ্যেই ভয়েস এবং ভিডিও কলের সুবিধা যুক্ত করতে চলেছে। আর এই সুবিধা যুক্ত হয়ে যাওয়ার পর আলাদা করে আর মেসেঞ্জার অ্যাপ ইনস্টল রাখতে হবে না ব্যবহারকারীদের। এছাড়াও হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার এই দুই অ্যাপের মেলবন্ধনের চিন্তাভাবনাও শুরু করেছে মার্ক জুকারবার্গের সংস্থা।

কিন্তু প্রশ্ন হলো কেন এমন সিদ্ধান্ত নিল এই সংস্থা? ফোনের মধ্যে ফেসবুক ব্যবহারকারীদের কোন ব্যক্তিকে মেসেজ করা অথবা ভয়েস এবং ভিডিও কল করার জন্য আলাদা করে মেসেঞ্জার অ্যাপটি রাখার ক্ষেত্রে ব্যবহারকারীরা অনেকেই বিরক্ত পোষণ করেছেন। তারা এই বিরক্ত পোষণ করেছেন মূলত আলাদা করে অ্যাপ বহন করার পরিপ্রেক্ষিতেই। আলাদা করে এই অ্যাপ রাখার ফলে বহু ব্যবহারকারী সমস্যায় পড়েন। আর এসকল একাধিক দিক বিবেচনা করার পরেই সংস্থার তরফ থেকে এমন সিদ্ধান্তের পথে হাঁটা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Advertisements