Ration Card Cancellation: ভারতের রেশন ব্যবস্থা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ ভারতে অধিকাংশ নাগরিক এখনো পর্যন্ত দারিদ্র্যসীমা নিচে বসবাস করছে। তাই অগণিত মানুষের পেট চলে এই রেশন সামগ্রীর উপর ভিত্তি করে। রেশনে বিনামূল্যে এবং একদমই স্বল্প মূল্যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য দেওয়া হয় যার ফলে উপকৃত হন। বহু দরিদ্র ও অসহায় মানুষজন। তবে রেশন ব্যবস্থাতেও দুর্নীতি (Ration Card Cancelation) ভরপুর। যার ফলে রেশন ব্যবস্থায় নিয়ে আসা হয়েছে কড়া নিয়ম কানুন। এই নিয়ম না মানলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। জেনে নিন এই নিয়ম আমাদের প্রতিবেদনটি থেকে।
যেহেতু রেশন কার্ড রেশন সামগ্রী শুধুমাত্র অসহায় এবং সত্যিকারের এসব সামগ্রীর প্রয়োজন তাদের জন্যই ধার্য করা হয়। কিন্তু বর্তমানে বহু ক্ষমতাবান মানুষেরাও এই রেশন কার্ডের সুবিধা নিয়ে থাকেন। তাই রেশন কার্ড সংক্রান্ত দুর্নীতি (Ration Card Cancellation) আটকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইন তৈরি করেছেন। যার মাধ্যমে রেশন কার্ডে একদমই স্বল্পমূল্যে রেশন সামগ্রী দেওয়া হবে। কিন্তু এই রেশন সঙ্গে পাওয়ার জন্য বিশেষ শর্তাবলী রয়েছে।
আরো পড়ুন: মহিলাদের উপার্জনের উপায় পূর্ব বর্ধমানে, কোন পদে হবে নিয়োগ
কী কী শর্ত?
রেশন কার্ডের জন্য যোগ্যতা অর্জনের জন্য, আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে:
আরো পড়ুন: আগামী বছরই চালু হতে চলেছে নোয়াপাড়া-বিমানবন্দর ও শিয়ালদহ-এসপ্ল্যানেড রুট
- সম্পত্তির মালিকানা: প্লট, ফ্ল্যাট এবং বাড়ি সহ ১০০ বর্গমিটারের বেশি জমির মালিক ব্যক্তিরা অযোগ্য।
- যানবাহনের মালিকানা: যারা চার চাকার যানবাহন যেমন গাড়ি বা ট্রাক্টরের মালিক তারা আবেদন করতে পারবেন না।
- ফ্রিজ বা এয়ারকন্ডিশনের মালিক: রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার থাকলে একজন আবেদনকারীকে অযোগ্য করে তোলে
- সরকারি চাকরি: পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে, পরিবারটি রেশন কার্ডের জন্য যোগ্য নয়।
- আয়ের সীমা: গ্রামীণ এলাকায়, পরিবারের বার্ষিক আয় ২ লাখের নিচে হতে হবে। শহরাঞ্চলে, এটি ৩ লাখের বেশি হওয়া উচিত নয়। এই সীমা অতিক্রম করা পরিবারকে অযোগ্য করে তোলে।
- করদাতা: যারা আয়কর প্রদান করেন তারা অযোগ্য।
আপনি যদি প্রতারণা করে অসৎ উপায়ে একটি রেশন কার্ড (Ration Card Cancellation) পেয়ে থাকেন তবে অতিসত্বর তা নিকটবর্তী রেশন দোকান বা রেশন ডিলারদের থেকে সংশোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি লিখিত সম্মতি পত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্ডটি সমর্পণ করতে আপনার স্থানীয় খাদ্য বিভাগের অফিসে যান। এই সক্রিয় পদক্ষেপ আপনাকে সরকারের সম্ভাব্য আইনি পদক্ষেপ এড়াতে সাহায্য করতে পারে। তাতে রেশন কার্ডের দুর্নীতি আটকাতে তারা কঠোর শাস্তির ব্যবস্থা করতেও পিছপা হবে না।