নিজস্ব প্রতিবেদন : ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের পারিবারিক পেনশন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হলো। বৃহস্পতিবার এই পারিবারিক পেনশন বৃদ্ধি করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী আগের তুলনায় বেশ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে এই পারিবারিক পেনশন।
আগে পারিবারিক পেনশনার উর্ধ্বসীমা ছিল ৩৬০০ টাকা। অর্থাৎ কোন রাজ্য সরকারি কর্মচারীর মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্য অর্থাৎ স্ত্রী অথবা সন্তান সর্বোচ্চ ৩৬০০ টাকা মাসিক পেনশন পেয়ে থাকতেন। বর্তমানে এই নির্দেশিকা অনুযায়ী এই পারিবারিক পেনশন বৃদ্ধি করে করা হয়েছে ৯০০০ টাকা। পারিবারিক পেনশন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে।
ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকারের এই নির্দেশিকা কার্যকর হবে মৃত সরকারি কর্মীর স্ত্রী, স্বামী, বাবা, মা, আবিবাহিত বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্না মেয়ের ২৫ বছরের কম বয়সী মেয়ের ক্ষেত্রে। এই নির্দেশিকা ৯ সেপ্টেম্বর থেকে জারি পাশাপাশি জানানো হয়েছে পারিবারিক পেনশন পাওয়ার ক্ষেত্রে অন্যান্য শর্ত সব একই রাখা হচ্ছে।