নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল প্লেব্যাক সিঙ্গার রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। অরিজিৎ সিং কেবলমাত্র দেশের একজন জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার নন, এর পাশাপাশি তিনি বাংলার ভূমিপুত্র। মুর্শিদাবাদের জঙ্গিপুরের ভূমিপুত্র হওয়ার কারণে অরিজিৎকে নিয়ে বাঙ্গালীদের মধ্যে আবেগের শেষ নেই। তবে এমন একজন গায়ক এখন ভালো নেয়। যে কারণে তাকে এবার একটি বড় সিদ্ধান্ত নিতে হল। তার মন না চাইলেও তিনি এমন বড় সিদ্ধান্ত নিয়েছেন, পাশাপাশি এমন বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য সকলের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন।
অরিজিৎ সিং কেবলমাত্র বাংলার ভূমিপুত্র অথবা একজন মন জয় করা প্লেব্যাক সিঙ্গার হিসেবেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন তা নয়। মানুষের মনে তার এইভাবে জায়গা করে নেওয়ার সময় রয়েছে তার সাদামাটা জীবন। তিনি কোটি কোটি টাকার মালিক হয়েও একেবারেই সাধারণভাবে জীবনযাপন করে থাকেন। এখানেই তার প্রতি মানুষের এত আকর্ষণ, মানুষের আকর্ষণ তার গানের থেকেও যেন তার জীবন নিয়ে।
সম্প্রতি অরিজিৎ সিং তার ভেরিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তার বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তার এমন বড় সিদ্ধান্ত নেওয়ার পিছনে রয়েছে তার শারীরিক পরিস্থিতি। বেশ কয়েকদিন ধরেই তার শারীরিক পরিস্থিতি ঠিকঠাক যাচ্ছে না। আর শারীরিক পরিস্থিতি ঠিকঠাক না যাওয়ার কারণেই মন না চাইলেও তাকে এই বড় সিদ্ধান্তটি নিতে হয়েছে। তবে এমন বড় সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে একজন সাধারণ মানুষের মতোই সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।
আরও পড়ুন ? Airtel 5G: 5G-তে এয়ারটেলের বিপ্লব, আনল গুচ্ছের প্ল্যান, গুচ্ছের সুবিধা, দেখে নিন তালিকা
অরিজিৎ সিং ইন্সটাগ্রামে মূলত যা জানিয়েছেন তাতে তার শারীরিক পরিস্থিতি খারাপ থাকার কারণে তিনি আগস্ট মাসে কোন শো করবেন না। এমনটা জানানোর পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘জানি আপনারা শোয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। যে কারণে সবাইকে নিরাশ করার জন্য ক্ষমাপ্রার্থী।’ এর পাশাপাশি নিজের শারীরিক পরিস্থিতির উন্নতির জন্য তার অনুরাগীদের ভালোবাসায় তার শক্তি বলে জানিয়েছেন।
আগস্ট মাসে কোন শো না করার খবর দিতেই স্বাভাবিকভাবেই যারা তার শো দেখার জন্য মুখিয়েছিলেন তাদের মন ভেঙে দিয়েছে। যদিও আগস্টের শোগুলি বন্ধ রেখে পাল্টা সিডিউলের ডেট দিয়েছেন। আগস্টের অনুষ্ঠানগুলি তিনি সেপ্টেম্বর মাসে করবেন এবং যে টিকিট এখন বুক করা হয়েছে সেই টিকিটেই অনুষ্ঠানে প্রবেশ করা যাবে। যদিও অরিজিৎ সিংয়ের ঠিক কি সমস্যা হয়েছে তা জানা যায়নি।