Arijit Singh: বাংলার সঙ্গীত জগতের স্বনামধন্য সমস্ত শিল্পীদের মধ্যে শ্রোতাদের পছন্দের তালিকায় প্রথমেই উঠে আসে অরিজিৎ সিং-এর (Arijit Singh) নাম। শুধুমাত্র যে তার কণ্ঠস্বর বা গায়েকীতে মুগ্ধ তা নয়, এত বড় একজন শিল্পীর সাদামাটা ব্যবহারেও মুগ্ধ অগণিত মানুষ। বারংবার তার ভাইরাল হওয়া ভিডিওতে প্রমাণ হয়েছে যে তিনি কতটা বড় মনের মানুষ। বেশ কিছুদিন আগেই ব্যাঙ্গালুরুর একটি কনসার্টের ভিডিও ভাইরাল হওয়াতে ফের প্রশংসার ঝড় উঠলো সোশ্যাল মিডিয়ায়।
কিছুদিন আগেই ব্যাঙ্গালুরুতে একটি কনসার্টে যান। প্রতিবারের মতো এবারও তার গানের জাদুতে আকৃষ্ট করেন অগণিত শ্রোতাদের। একের পর এক তার সুপার হিট গানে মজিয়ে রাখেন সকলকে। শ্রোতা বন্ধুদের থেকে নানা উপহার পেতে থাকেন। তবে ছুঁড়ে মারা উপহার কারই বা পছন্দ হয়? দর্শকদের মধ্যে একজন হঠাৎ হুডি ছুড়ে মারে অরিজিৎ সিং এর দিকে। আর সেই হুডি গিয়ে সোজা চোখে ঘাড়ে গিয়ে লাগে তার। তবুও মুখে এক টুকরো রাগের ছায়া দেখতে পাওয়া গেল না।
কনসার্ট চলাকালীন একজন শ্রোতা অরিজিৎ সিং-এর (Arijit Singh) নিজে হাতে আঁকা ছবি উপহার হিসেবে দেন এবং গান গাইতে গাইতেই তার সাথে চোখে কথোপকথন সারেন অরিজিৎ সিং। তবে সব উপহারই তিনি তার স্টেজের পাশে সসম্মানে জমা রাখেন। সেই সময় ছুড়ে মারা হুডিটি নিয়েও তিনি স্টেজের পাশে জমা রাখেন। এই ভিডিও ভাইরাল হতেই তার ভক্তরা রেগে ওঠে। অনেকেই নানা কটুক্তি করতে শুরু করে।
কেউ কেউ বলে অরিজিৎ সিং এর মত একজন সঙ্গীতজ্ঞের গান শুনতে এসেছে যত সব পাগল। তাই এ সমস্ত স্টেজের উপর ছুড়ে মারছে। আর একজন বলেন, এটা কেমন শিক্ষিত রাজ্য যেখানে মানুষজন একজন সম্মানীয় ব্যক্তিকে স্টেজের উপর জিনিসপত্র ছুড়ে ছুড়ে মারে! আরো নানা রকম কমেন্টে ভরে যায় ভিডিওর কমেন্ট বক্সে। তবে অরিজিৎ সিং এর মুখে ক্ষোভ, দুঃখ বা অভিমানের কোন লেশমাত্র দেখতে পাওয়া যায় না। তিনি সম্মানের সাথেই সেই ছুড়ে মারা উপহার গ্রহণ করেন।
View this post on Instagram
এখানেই তিনি অন্যান্যদের থেকে আলাদা। এখানেই অরিজিৎ সিং-এর (Arijit Singh) মানবিকতা ফুটে ওঠে। তিনি কখনোই কাউকে কটু কথায় কিছু বলেননি। এমন কোন ভিডিও ভাইরাল হয়নি যেখানে তাকে খারাপ কথা বা খারাপ আচরণ করতে দেখা গেছে। অরিজিৎ সিং সব সময় হাসিমুখে তার শ্রোতা বন্ধুদের তার ভক্তদেরকে স্বাগত জানান।