বাহুবলির নকল, ঈশানের মাথায় শিবলিঙ্গ, বাংলা সিরিয়ালের অতি নাটকীয়তায় হেসে গড়াগড়ি

বর্তমানে মাত্রা ছাড়িয়েছে বাংলা সিরিয়ালের অতি নাটকীয়তা। এই কারণে সিরিয়াল গুলি এর আগেও লোক হাসিয়েছে অনেক। এবার বাহুবলীকে সিনেমার একটি দৃশ্য নকল করল জি বাংলার ধারাবাহিক ‘গৌরী এলো’। সম্প্রতি এই ধারাবাহিকে দেখানো হয়েছে যে, মাথায় করে শিবলিঙ্গ নিয়ে জল থেকে উঠে আসছে সিরিয়ালের নায়ক ঈশান। আর তা নিয়েই শুরু হয়েছে হাসাহাসি।

এই ধারাবাহিকের একটি দৃশ্যে দেখা গেল সাদা ধুতি-গেঞ্জি পরে আছে নায়ক। আর নিজের হাতে পাতাল থেকে অর্থাৎ জলের গভীর থেকে তুলে নিয়ে আসছে শিবলিঙ্গ। তারই পাশে হাসি মুখে রয়েছে তার স্ত্রী গৌরি অর্থাৎ নায়িকা। আর শিবলিঙ্গটা মাথার উপরে নিয়ে আসছে একদম বাহুবলী সিনেমার মতো, আর গল্প এখানেই কিন্তু শেষ নয়, পরের কয়েকটা দৃশ্যে দেখা যাচ্ছে জলের থেকে ওঠার পরেও নায়কের জামাকাপড় এক্কেবারে শুকনো। এর পর কি আর ট্রোলিং থামে?

সোশ্যাল মিডিয়ায় এক একজন, এক মন্তব্য লিখেছেন। একজন বলেছেন, TRP না পেয়ে নাকি জি কাকুর মাথা খারাপ হয়ে গেছে। জল থেকে ওঠার পরেও নায়কের ধুতি আর গেঞ্জি শুকনো। এটাও একটা অলৌকিক ঘটনা। অন্য জন বলেছেন, এ হলো সস্তার বাহুবলী।

আগেও বহুবার ট্রোল হয়েছে গৌরী এলো সিরিয়াল। কখনো গৌরীকে ফুটন্ত তেলে পুড়িয়ে মারার দৃশ্য দেখিয়ে, বা কখনো গৌরীর পায়ের ছাপ থেকে মা লক্ষ্মীর আলপনা হয়ে ওঠার দৃশ্য দেখিয়ে গৌরী এলো সিরিয়াল কে নিয়ে দর্শক সমালোচনা করেছেন ব্যাপক। এই সিরিয়াল নাকি কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছে। এই অভিযোগে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। অনেক দর্শক মনে করছেন, এই ধরণের সিরিয়ালের মাধ্যমে সমাজে ভুল বার্তা পৌঁছাচ্ছে।

ঈশ্বর বিশ্বাসী এক মেয়ে গৌরী এবং নাস্তিক এক ডাক্তারবাবু ঈশানকে নিয়ে এই সিরিয়ালটি শুরু হয়েছিল। যদিও এখন নানা কুসংস্কার, নায়ক – নায়িকার রোম্যান্স, সাংসারিক কুটকাচালি, রাজনীতি এই সব মিলে মিশে একাকার অবস্থা। যদিও কিছুদিন আগে এই অদ্ভুত সিরিয়ালের TRP ছিল অনেক বেশি। তবে এখন এইসব ঘটনার জন্য তা ধীরে ধীরে কমে আসছে। আর নিত্য নতুন শুরু হওয়া একাধিক সিরিয়ালের সঙ্গে পাল্লা দিতে পারছে না আর এই অলৌকিক সিরিয়াল।